<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পরিদর্শক খাইরুল ইসলামকে পার্বত্য জেলায় শাস্তিমূলক বদলি করা হয়েছে। এদিকে শোক দিবসে সাঈদীকে নিয়ে দোয়া করায় জামালপুরে এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) বিজয় বসাক জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে খাইরুল ইসলামকে বদলি করা হয়।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে জামালপুরের সরিষাবাড়ীতে শোক দিবসের অনুষ্ঠানে সাঈদীকে নিয়ে দোয়া করায় এক ধর্মীয় শিক্ষককে অব্যাহতি দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গত বুধবার রাতে চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষক আব্দুল আজিজ সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইসলাম ধর্ম) ও একই এলাকার মৃত জমশের আলীর ছেলে।</span></span></span></span></p>