<p>বাংলা গান নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্টুডিও সুরুং’। উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘ছাদের গান’। প্রথম সিজনে প্রকাশ পাচ্ছে চারটা গান। নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে সপ্তাহান্তর গানগুলো প্রকাশ পাবে প্ল্যাটফরমটির ইউটিউব চ্যানেলে। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি কে তুলে ধরতেই এ আয়োজন বলছে উদ্যোক্তারা।</p> <p>এ আয়োজনে অংশ নিয়েছেন সংগীতশিল্পী আরিফ বাউল, নজরুলসংগীত শিল্পী ও লোক গবেষক শাশ্বতী চক্রবর্তী, সংগীতশিল্পী ও গীতিকার সিকদার বাসুদেব, রবীন্দ্রসংগীতশিল্পী রাজীন মুস্তফা দীপ্র, তৌহিদা চুমকি, আহনাফ বয়াতি, সংগীতশিল্পী শতাব্দী চক্রবর্তীসহ আরো অনেকে। সংগীত আয়োজনে স্টুডিও সুরুং, কম্পোজিশনে সাগর ও সিকদার বাসুদেব।</p> <p>গানগুলোর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লোক আঙ্গিকের ‘এবার তোর মরা গাঙে বান এসেছে’ গানের সঙ্গে প্রভাতি লোক গান ‘রাই জাগো’র সংমিশ্রণ। গানটি গেয়েছেন রাজীন মুস্তফা ও শতাব্দী চক্রবর্তী। তালিকায় আছে ঘেটু গান। সংগৃহীত ঘেটু গান ‘ভাইসাব রে তুই জলে ভাসা সাবান আইনা দিলি না’ এর সঙ্গে নেত্রকোনার বাউল সাধক পাগলা সত্তারের ‘কে দিল পিরিতের বেড়া’ সংমিশ্রণ করা হয়েছে। গানটি গেয়েছেন সিকদার বাসুদেব ও তৌহিদা চুমকি।</p> <p>মরমি সাধক শেখ ভানুর একটি গানও থাকছে ‘ছাদের গানের’ প্রথম সিজনে। ‘দুই নয়নে বহে ধারা’ গানটি গেয়েছেন শাশ্বতী চক্রবর্তী। সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যকার বৈষম্য নিয়ে এ আয়োজনে গান করেছেন আরিফ বাউল। ‘কাতার সোজা কর’ শিরোনামের গানটি গেয়েছেন তিনি।</p> <p>স্টুডিও সুরুংয়ের প্রধান নির্বাহী সিকদার বাসুদেব বলেন, “ভাটি বাংলার বিস্তীর্ণ প্রান্তর, নদী-হাওর, মাটির ঘ্রাণে প্রাণে জোগায় প্রেরণা, গীতি আবেদন জাগায় মনে। অকৃত্রিমভাবে আমাদের বাউলরা ভালোবেসেছেন মাটি ও মানুষকে। তাদের এই গীতিগুলো যুগ যুগ ধরে টিকে থাকবে এবং আমাদের প্রাণের সঞ্চালন করবে। তারই ধারাবাহিকতায় ‘স্টুডিও সুরুং’ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি কে তুলে ধরতে আয়োজন করেছি ‘ছাদের গান-সিজন ১’।”</p>