<p>বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেলকে সাথে নিয়ে বাইকার ও সংগীতপ্রেমীদের জন্য এক মিউজিক ভিডিও প্রকাশ করেছে সুজুকি। জানা গেছে বাইকের রোমাঞ্চ ও মেটাল সংগীতের উন্মাদনাকে একত্রিত করার এই উদ্যোগ বাইকার এবং সংগীতপ্রেমীদের জন্য।</p> <p>বাইকারদের ভালোবাসা ও প্রতিশ্রুতি থেকে অনুপ্রাণিত এই গানটিতে উঠে এসেছে স্বাধীনতা, উন্মাদনা এবং জীবনের আনন্দ।</p> <p>এই বিশেষ উদ্যোগে যুক্ত করেছেন অভিনেতা সিয়াম আহমেদ। তার উপস্থিতি, উদ্যমী চরিত্র এবং অ্যাডভেঞ্চারপ্রেমী মনোভাব বাইকারদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে।</p> <p>আর্টসেল এবং সুজুকির অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব পেজে মিউজিক ভিডিওটি উপভোগ করতে পারবেন। এ ছাড়া শিগগিরই এটি স্পটিফাইতেও পাওয়া যাবে।</p>