<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কম্পানি (নেসকো) নওগাঁর বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে বাসাবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রি-পেইড মিটার স্থাপন করা হচ্ছে। গ্রাহকদের অভিযোগ প্রি-পেইড মিটারে টাকা রিচার্জ করা হলে ভৌতিকভাবে কেটে নেওয়া হচ্ছে। এতে বাড়তি টাকা খরচ হওয়ায় তাদের ভোগান্তি বাড়ছে। আর এই ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধে রাস্তায় নেমে মানববন্ধন করেছে নওগাঁবাসী। গত শনিবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে এই মানববন্ধন করেছে তারা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় সাংস্কৃতিক ব্যক্তি উৎপল সাহার সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নওগাঁর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন, বিদ্যুত্গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সমন্বয়ক আলীমুর রেজা রানা, শিক্ষক জাহিদ রব্বানি, সাবেক কাউন্সিলর এস এম রশিদুল আলম সাজু প্রমুখ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নেসকোর পক্ষ থেকে নওগাঁ পৌরসভা এলাকায় এক মাস থেকে বাসাবাড়িতে প্রি-পেইড মিটার স্থাপনের কাজ করা হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নওগাঁ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গ্রাহক মিন্টু অভিযোগ করে বলেন, এক সপ্তাহ আগে নেসকোর পরিচয় দিয়ে লোকজন এসে প্রি-পেইড মিটার লাগিয়ে দেয়। ওই দিনই তারা ৫০০ টাকা রিচার্জ করে দিয়েছে বলে জানায়। কিন্তু মিটারে বাস্তবে ২০ টাকা দেখা যায়। পরদিন সকালে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। পরে মিটারে দেখা যায় টাকা নাই।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভোগান্তির বিষয়টি অস্বীকার করেছেন নেসকো নওগাঁর বিক্রয় ও বিতরণ দক্ষিণ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানজিমুল হক। তিনি মুঠোফোনে জানান, গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে সরকারের পক্ষ থেকে প্রি-পেইড মিটার লাগিয়ে দেওয়া হচ্ছে।</span></span></span></span></span></p>