<p>‘আমরা প্রি-পেইড মিটার চাই না’ এই শ্লোগানকে সামনে রেখে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে গাইবান্ধায়  মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার (২০ ডিসেম্বর) ভি-এইড রোডে নেসকো লিমিটেডের বিদ্যুৎ গ্রাহকদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।</p> <p>মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিদ্যুৎ অফিসে অবস্থান নেয়।</p> <p>মানববন্ধনে বক্তব্য দেন শিপন মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান নাদিম, রবিউল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান মাসুম, শহিদুল ইসলাম রাখু, লিটন আক্তার, মো. শাহাফুল ইসলাম, মো. আব্দুর সাত্তার, সাহাবুদ্দিন সাবু, আবুল বাশার রানাসহ এলাকার সাধারণ মানুষ।</p>