<p style="text-align:justify">স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অতীতে উন্নয়নে উত্তরাঞ্চলের সঙ্গে বৈষম্য করা হয়েছে। সেই উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না। </p> <p style="text-align:justify">মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনাজপুরের কাহারোল উপজেলায় মতবিনিময়সভা, শীতবস্ত্র বিতরণ ও খানসামা উপজেলায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। </p> <p style="text-align:justify">উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আমি নিজের চোখে দেখতে এবং আপনাদের কথা শুনতে এসেছি। খুব তাড়াতাড়ি উত্তরাঞ্চলে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম করা হবে। যাতে এই অঞ্চলের মানুষ আন্তর্জাতিক খেলাগুলো সরাসরি দেখতে পারেন।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, যারা সংস্কারের সুযোগ কাজে না লাগিয়ে দখলদারি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন, তারা বেরিয়ে আসুন। না হলে এর চরম মূল্য দিতে হবে। আমরা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছি। যারা আমার ভাইদের শহীদ করেছে। তাদের বিচার এই বাংলার মাটিতেই নিশ্চিত করা হবে।</p> <p style="text-align:justify">আসিফ মাহমুদ আরো বলেন, দেশে অবশ্যই নির্বাচন হবে এবং জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার শুরু হয়েছে, সেই সংস্কার পর্যন্ত সময় দিতে হবে।</p> <p style="text-align:justify">এসময় উপদেষ্টা আসিফ মাহমুদ উপজেলা প্রশাসনের কাছে এলাকার কি কি উন্নয়নে অগ্রাধিকার দেওয়া এবং কি কি সমস্যা রয়েছে তার একটি করে তালিকা নেন। তিনি দুই উপজেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।</p> <p style="text-align:justify">এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টার একান্ত সচিব মো. আবুল হাসান, রংপুর স্থানীয় সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক মো. আবু জাফর, দিনাজপুর পুলিশ সুপার (পিপিএস-সেবা) মো. নাজমুল হাসান, দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান প্রমুখ।</p>