<p>বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের পাঁচটি আংশিক কমিটি ও ছয়টি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে এসব কমিটির অনুমোদন করেন। </p> <p>অনুমোদন দেওয়া পাঁচটি আংশিক কমিটিগুলো হলো— ঢাকা মহানগর পূর্ব, ঢাকা মহানগর পশ্চিম, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা। এই পাঁচটি আংশিক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে বলে কমিটি ঘোষণার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল আটক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735044904-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/24/1460890" target="_blank"> </a></div> </div> <p> </p> <p>অনুমোদন দেওয়া ছয়টি আহবায়ক কমিটিগুলো হলো— জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা কলেজ শাখা, সরকারি তিতুমীর কলেজ শাখা, সরকারি বাঙলা কলেজ শাখা, তেজগাঁও কলেজ শাখা ও সরকারি কবি নজরুল কলেজ শাখা। সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষে এই ছয়টি কলেজ শাখার আংশিক আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে বলে কমিটি ঘোষণার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। </p> <p>ঢাকা মহানগর পূর্বের ১১ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি মো. সোহাগ ভূইয়া, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান মজুমদার, সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য, সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক ওবায়দুল ইসলাম সৈকত ও সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন আবিদ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পিন্টুকে পেয়ে অনেক বেশি শক্তিশালী হলাম : নজরুল ইসলাম খান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735044554-fd4c8e59b8a7add298869bd9fef2417c.JPG" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পিন্টুকে পেয়ে অনেক বেশি শক্তিশালী হলাম : নজরুল ইসলাম খান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/24/1460887" target="_blank"> </a></div> </div> <p> <br /> ঢাকা মহানগর পশ্চিমের ৯ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি মো. রবিন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, সিনিয়র সহ সভাপতি গোলাম মাওলা গোলাপ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল।</p> <p>ঢাকা মহানগর উত্তরের ১৪ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপক, সিনিয়র সহ সভাপতি রবিউল আওয়াল ভূইয়া রবি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর বাবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম।</p> <p>ঢাকা মহানগর দক্ষিণের ১০ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি শামীম মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি মাহমুদ উল্লাহ মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী রবিন।</p> <p>ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের আংশিক কমিটিতে সভাপতি মো. সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক মো. হাফিজ উদ্দিন।</p> <p>জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক কমিটিতে ১৮ জন যুগ্ম আহবায়ক ও ৭ জন সদস্যসহ মোট ২৭ জনের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মেহেদী হাসান হিমেলকে আহবায়ক ও সামসুল আরেফিনকে সদস্য সচিব করা হয়েছে।</p> <p>ঢাকা কলেজ শাখা আহবায়ক কমিটিতে ২১ জন যুগ্ম আহবায়ক ও ১৩ জন সদস্য সহ মোট ৩৬ জনের কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে পিয়াল হাসানকে আহবায়ক ও মো. মিল্লাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।  </p> <p>সরকারি তিতুমীর কলেজ শাখা আহবায়ক কমিটিতে ২৫ জনকে যুগ্ম আহবায়ক ও ১২ জনকে সদস্য করে মোট ৩৯ জনের কমিটি অনুমোদন করা হয়েছে। এতে ইমাম হোসেনকে আহবায়ক ও সেলিজ রেজাকে সদস্য সচিব করা হয়েছে। <br /> সরকারি বাংলা কলেজ শাখা আহবায়ক কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহবায়ক ও ৯ জনকে সদস্য করে মোট ২৪ জনের কমিটি অনুমোদন করা হয়েছে। এতে মো. মোখলেসুর রহমানকে আহবায়ক ও ফয়সাল রেজাকে সদস্য সচিব করা হয়েছে।</p> <p>তেজগাঁও কলেজ শাখা আহবায়ক কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহবায়ক ও ১৭ জনকে সদস্য করে মোট ৩২ জনের কমিটি অনুমোদন করা হয়েছে। এতে তরুণ মোর্শেদকে আহবায়ক ও মো. সেলিম হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। <br /> সরকারি কবি নজরুল কলেজ শাখা আহবায়ক কমিটিতে ১৫ জনকে যুগ্ম আহবায়ক ও ৯ জনকে সদস্য সচিব করে মোট ২৬ জনের আহবায়ক কমিটি করা হয়েছে।</p>