<p style="text-align:justify">চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা সারবোঝাই একটি কার্গো জাহাজ থেকে ৫ জনের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌ পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় জেলার হাইমচরে মেঘনা নদীর মাঝিরচর এলাকায় নোঙর করা ওই জাহাজের বিভিন্ন কেবিন থেকে প্রথমে ৫ জনের লাশ উদ্ধার করা হয়।</p> <p style="text-align:justify">পরে তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। এ ছাড়া অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক।</p> <p style="text-align:justify">এদিকে ঘটনার সংবাদ পেয়ে জেলা প্রশাসক ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।</p> <p style="text-align:justify">চাঁদপুরে নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান ও কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. ফজলুল হক জানান, দুপুর আড়াইটায় জরুরি সেবা ৯৯৯ থেকে কল করে জানানো হয়, জলদস্যুদের হামলায় এমভি আল বাখেরা নামক কার্গো জাহাজের স্টাফরা নিহত হয়েছেন। সংবাদ পেয়েই ঘটনাস্থলে ছুটে যান তারা। </p> <p style="text-align:justify">নাবিকরা জানান, নৌপথে চলাচলকারী জাহাজগুলোর মধ্যে পরস্পর যোগাযোগের জন্য নিজস্ব নেটওয়ার্ক রয়েছে। আর সেই মাধ্যমে এমন সময় ঘটনাস্থলে পৌঁছে যান তারা। ঘটনার পর বিভিন্ন জাহাজের নাবিক ও স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। </p> <p style="text-align:justify">তারা আরো জানান, প্রথমে ৫ জনকে মৃত অবস্থায় এবং পরে আরো ৩ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এদের ৩ জনকে হাসপাতালে নেওয়া হলে ২ জন মারা যান। নিহত ও আহতদের সবার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ছোট আকারের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের হত্যা করা হয়। </p> <p style="text-align:justify">চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, গুরুতর আহত একজনের শ্বাসনালির অংশবিশেষ কেটে ফেলেছে হামলাকারীরা। তার অস্ত্রোপচার করা হচ্ছে, তবে অবস্থা আশঙ্কাজনক।</p> <p style="text-align:justify">চাঁদপুরে নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানান, এরই মধ্যে দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। এসব ফোনে থাকা কললিস্ট ধরে তদন্ত কাজ চলছে। </p> <p style="text-align:justify">তিনি আরো জানান, এখন পর্যন্ত জাহাজ থেকে লুটপাটের কোনো আলামত পাওয়া যায়নি। তা ছাড়া এমভি আল বোখেরা নামের এই কার্গো জাহাজের মালিকের খোঁজ পাওয়া গেলেও ঘটনার শিকার ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। </p> <p style="text-align:justify">কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. ফজলুল হক জানান, ঘটনার পর থেকে নদীতে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। </p> <p style="text-align:justify">চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন জানান, যারাই এই ঘটনায় জড়িত হোক না কেন। তাদের খুঁজে বের করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।</p>