<p style="text-align:justify">পাবনার সাঁথিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জুলকারনাইনের লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলাধীন নন্দনপুর স্বরূপে পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য পরে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।</p> <p style="text-align:justify">সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হলে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়। ওই মামলার তদন্তের জন্য শহীদ জুলকারের লাশ উত্তোলন করে পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।<br />  </p>