<p>গাজীপুরের টঙ্গীতে নেশার টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন স্বামী। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে খাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>আত্মহননকারী বাদল ব্যাপারী (৪০) মাদারীপুর জেলার রাজৈর থানার পূর্ব তেলিকান্দি গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।</p> <p>পুলিশ জানায়, বাদল তার স্ত্রী আঁখি বেগমকে নিয়ে খাপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। রিকশা চালিয়ে যা আয় হতো তার বেশির ভাগ টাকা দিয়েই নেশা করতেন বাদল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হতো। আজ বিকেল ৩টার দিকে নেশার টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে পুনরায় ঝগড়া হয় তার। পরে পাশের ঘরের সিলিংয়ের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বাদল। তার স্ত্রী আঁখি বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে বাদলকে উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, নিহত এক ব্যক্তির লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।</p>