<p style="text-align:justify">কুষ্টিয়ায় পদ্মা নদীতে মাছ ধরার সময় জালে উঠে এসেছে একটি কুমির। আজ মঙ্গলবার সকালে মিরপুর উপজেলার তালবাড়িয়ায় এ ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">কুমিরটির ওজন ২৫০ কেজি, লম্বায় ১১ ফুট। কুমিরটি দেখতে পদ্মার পাড়ে ভিড় জমায় উৎসুক জনতা। পরে খবর পেয়ে কুষ্টিয়া বিভাগের কর্মকর্তারা বিকেলে কুমিরটিকে অবমুক্ত করার জন্য হেফাজতে নেন।</p> <p style="text-align:justify">খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনের মতো আজও নদীতে মাছ ধরতে যান স্থানীয় জেলে শরিফুল ইসলাম। জাল ফেলার পর তিনি বুঝতে পারেন জালে বড় মাছ ধরা পড়েছে। তবে জাল তুলে দেখতে পান কুমির।</p> <p style="text-align:justify">তখন সঙ্গে থাকা আবজাল ও নুর হোসেনের সহযোগিতায় শরিফুল কুমিরটি ডাঙায় তোলেন। এরপর শত শত মানুষ কুমিরটি দেখতে যায়। স্থানীয়রা মিরপুর থানা ও বন বিভাগে খবর দেয়।</p> <p style="text-align:justify">খবর পেয়ে বন বিভাগের কুষ্টিয়া সদর রেঞ্জ কর্মকর্তা আতিয়ার রহমান ও মিরপুর উপজেলা বন কর্মকর্তা জুয়েল আহমেদসহ বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।</p> <p style="text-align:justify">কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তা আতিয়ার রহমান ও ভেড়ামারা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে কুমিরটি উদ্ধার করে বন বিভাগের পিকআপে করে প্রাথমিক চিকিৎসার জন্য কুষ্টিয়া বন বিভাগ অফিসে নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কুমিরটিকে সুস্থ করে পদ্মার গভীরে অবমুক্ত করা হবে।</p> <p style="text-align:justify">এ ব্যাপারে কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা বিকাশ চন্দ্র কালের কণ্ঠকে বলেন, ‘কুমিরটি লম্বায় ১১ ফুটের বেশি। জেলের জাল থেকে আমরা কুমিরটি উদ্ধার করে নিয়ে এসেছি।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘এটি যেহেতু এটি মিঠাপানির কুমির, সেহেতু এটিকে পদ্মা নদীর গভীর জলে ছেড়ে দেওয়া হবে।’</p> <p style="text-align:justify">কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, ‘কোনো প্রাণী ধ্বংস করা যাবে না। জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য নদীর তীরবর্তী এলাকায় জনসচেতনতা বাড়ানোর জন্য মাইকিং করতে বন বিভাগকে নির্দেশ দেওয়া হবে।’</p> <p style="text-align:justify">এদিকে কুষ্টিয়া শহরসংলগ্ন পদ্মার শাখা গড়াই নদীতে সপ্তাহ ধরে একাধিক কুমির দেখা যাচ্ছে। কুমির দেখতে প্রতিদিন শহরের জুগিয়া ভাটাপাড়া গোরস্তান এলাকায় মানুষ ভিড় করছে। পাশাপাশি কম পানিতে কুমিরের দেখা পাওয়ায় জেলেরা মাছ ধরতে নদীতে নামতে ভয় পাচ্ছে।</p> <p style="text-align:justify">এর আগে ২০২২ সালের ৫ নভেম্বরও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মা নদীতে একটি কুমির ধরা পড়েছিল।</p> <p style="text-align:justify">বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন কুষ্টিয়ার সভাপতি শাহাব উদ্দিন বলেন, নদীর যেখানে-সেখানে চর জেগেছে। চরের এক পাশে কিছু পানি জমে আছে। সেই পানিতে মূলত কুমির দেখা যাচ্ছে। ভয় না পেয়ে মানুষ যাতে কুমিরকে আক্রমণ না করে সে জন্য তিনি নদীপাড়ের মানুুষদের প্রতি আহ্বান জানান।</p>