<p>হবিগঞ্জের নবীগঞ্জে মাদক ব্যবসায়ীর অনুদানের টাকা গ্রহণ না করায় এবং খাসজমি দখলে বাধা দেওয়ায় মসজিদ সেক্রেটারিকে অপহরণ করে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। </p> <p>ভুক্তভোগী কাজল মিয়া উপজেলার পানিউমদা হরতকি পাড়া জামে মসজিদের সেক্রেটারি। </p> <p>মানববন্ধনে বক্তব্য দেন আরজদ আলী মেম্বার, মনসুর আহমেদ মেম্বার, মুহিত মেম্বার, পানিউমদা বাজার কমিটির সভাপতি আবুল ফজল, সাধারণ সম্পাদক শখ সোহেল আহমেদ, সামছুদ্দিন জনি, শাহেদুজ্জামান ফরহাদ ও মজলু মিয়া। এতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের লোকজন অংশ নেন। বক্তারা অভিলম্বে কাজল মিয়ার মুক্তি এবং মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হবিগঞ্জে সেলাই মেশিন পেলেন আরো ২০ নারী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/16/1731703450-3596f9cdca919f7662684400863fea3e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হবিগঞ্জে সেলাই মেশিন পেলেন আরো ২০ নারী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/last-page/2024/11/16/1447151" target="_blank"> </a></div> </div> <p>এর আগে সোমবার দুপুরে কাজল মিয়ার স্ত্রী তাছলিমা খানম হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি অভিযোগ করেন পানিউমদা গ্রামের পাহাড়ি এলাকা হরতকি পাড়ায় মৃত ইসমাইল মিয়ার ছেলে উসমান গণি ও তার ছেলে মিজানুর মিয়া, শাহিনুর মিয়া, মহিবুর মিয়া, সুহিনুর মিয়া ও আম্বর আলী এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলেন। তাদের এই অপকর্মের কথা প্রশাসন জানলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় তা দিনে দিনে বিস্তৃতি পাচ্ছে।</p> <p>তিনি আরো বলেন, এই সিন্ডিকেট তাদের অপকর্ম ডাকতে হরতকি পাড়া জামে মসজিদে অনুদান দিতে চাইলে কাজল মিয়া অবৈধ টাকা মসজিদে না নেওয়ার কথা জানান। এতে অভিযুক্ত উসমান গণি তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন। এছাড়াও এলাকার খাস জমি উসমান গণি গং আত্মসাৎ করার চেষ্টা করলে কাজল মিয়া তাদের বিরোধিতা করলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। গত ১৪ নভেম্বর সন্ধ্যায় কাজল মিয়া মৌলভীবাজারের শমসেরগঞ্জ বাজার থেকে গরু বিক্রি করে আসার সময় কদমতলা নামক স্থানে অভিযুক্তরা পথরোধ করেন। এ সময় তারা কাজল মিয়াকে মারধর করে চোখ বেঁধে একটি হাইয়েস গাড়িতে তুলে নিয়ে যান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাসনাতের পর এবার শিবির সেক্রেটারির কড়া বার্তা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732015330-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হাসনাতের পর এবার শিবির সেক্রেটারির কড়া বার্তা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/19/1448375" target="_blank"> </a></div> </div> <p>তাছলিমা খানম বলেন, কাজল মিয়াকে জকিগঞ্জের পশ্চিম দেওর গ্রামে নিয়ে পকেটে ২ হাজার ৩৫০ পিস ইয়াবার ট্যাবলেট রেখে মানুষকে দেখানো হয় কাজল মিয়াকে ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়েছে। পরে জকিগঞ্জ থানার এসআই জাকির আহমেদ ওরফে লিমন বাদী হয়ে জকিগঞ্জ থানায় কাজল মিয়ার নামে মাদক আইনে মিথ্যা মামলা দায়ের করেন।</p> <p>নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল আহমেদ বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।</p>