<p>হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছন্ডিছড়া চা বাগানে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে বালু বোঝাই ট্রাক চাপায় সজল মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী পর্যটকের মৃত্যু হয়েছে।</p> <p>আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। সজল মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার কাশিমপুর গ্রামের ছিদ্দিক আলীর ছেলে।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার মোটরসাইকেলে করে বন্ধুদেরকে নিয়ে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান ও চা বাগানে ঘুরতে যান সজল মিয়া। ঘটনার সময় তিনি সাতছড়িতে যাওয়ার সময় চুনারুঘাটের দিকে আসা একটি বালু বোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যায়।</p> <p>চুনারুঘাট থানার ওসি নুর আলম এই তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।</p>