<p>ব্রাজিলে ভারী বৃষ্টির পর ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার (১২ জানুয়ারি) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের মিনাস গেরেইস প্রদেশের ইপাতিঙ্গা শহরে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।</p> <p>খবরে বলা হয়, শনিবার রাতে রাজ্যটির ইপাটিঙ্গা শহরে এক ঘণ্টায় ৮০ মিলিমিটার (৩.১ ইঞ্চি) বৃষ্টিপাত হয়। এর ফলে ভূমিধসে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে শহরটির মেয়রের কার্যালয়।</p> <p>ফায়ারফাইটাররা ভূমিধসে ধ্বংস হওয়া একটি বাড়ির ধ্বংসাবশেষ থেকে আট বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে। শহরের বেথানিয়া এলাকায় আরেকটি ভূমিধস একটি রাস্তার পাশের সবকিছুই ধ্বংস করে দিয়ে যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তিন বস্তা ফুল চুরি করে ইসকন মন্দিরে পূজা, বাকৃবির ৩ শিক্ষার্থীকে সাজা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736828384-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তিন বস্তা ফুল চুরি করে ইসকন মন্দিরে পূজা, বাকৃবির ৩ শিক্ষার্থীকে সাজা</p> </div> </div> </div> </div> </div> <p>মিনাস গেরাইসের গভর্নর রোমেউ জেমা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীদের প্রতি ‘সহমর্মিতা’ জানিয়েছেন।</p>