<p style="text-align:justify">নীলফামারীতে স্বামীর দেওয়া তালার আঘাতে স্ত্রী দিনা আক্তারের (২০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে জেলা সদরের হাতিবান্ধা জুম্মাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্ত্রীর লাশ ফেলে পালিয়ে যান স্বামী মামুন হোসেন (২৫)।</p> <p style="text-align:justify">এলাকাবাসী জানায়, ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে মামুন হোসেন। সকালে স্ত্রী দিনা আক্তারের কাছে খাবার চান। খাবার দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে একটি তালা হাতে নিয়ে স্ত্রীর ঘাড়ে আঘাত করেন মামুন। এতে আহত হলে স্ত্রী দিনা আক্তারকে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে অসুস্থ স্ত্রীকে বাড়িতে এনে উঠানে ফেলে রেখে পালিয়ে যান স্বামী মামুন। খবর পেয়ে দিনার পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা দিনাকে মৃত ঘোষণা করেন।</p> <p style="text-align:justify">এ বিষয়ে দিনার বড় ভাই মিনার হোসেন বলেন, ‘তাৎক্ষণিকভাবে রংপুরে নিলে আমার বোনকে বাঁচানো যেত। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।’</p> <p style="text-align:justify">নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।</p>