<p>পোস্তগোলা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত সড়ক মেরামতের দাবিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা ৪-৫ আসনের সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে মানববন্ধন করেছে এলাকাবাসী। </p> <p>সোমবার (১৩ জানুয়ারি) পোস্তগোলা এলাকায় প্রায় সহস্রাধিক এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গ্রেপ্তারের পর কারাগারে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736862444-c0fadc0d2febe7350aa4652d6723f95e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গ্রেপ্তারের পর কারাগারে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2025/01/14/1468643" target="_blank"> </a></div> </div> <p>এ সময় সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘রাজধানীর শ্যামপুর কদমতলী এলাকার পোস্তগোলা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন যাবৎ মরণফাঁদে পরিণত হলেও ফ্যাসিস্ট হাসিনার নিশিরাতের ডামি সরকার এই সড়কের কোনো উন্নয়নকাজই করেনি বিগত ১৬ বছরে। ফ্যাসিবাদ হাসিনার পতনের পর অত্র এলাকার দীর্ঘদিনের দাবি পূরণে রাজপথে নেমেছে এলাকাবাসী। তারা দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি মেরামত দেখতে চায়।’ </p> <p>এদিকে মঙ্গলবার ডেমরা থানাধীন ৬৬ নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সালাহউদ্দিন আহমেদ।</p>