<p style="text-align:justify">হবিগঞ্জের নবীগঞ্জে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে নবীগঞ্জসহ আশপাশের এলাকার মানুষরা ভিড় করে।</p> <p style="text-align:justify">পৌষসংক্রান্তি উপলক্ষে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামবাসীর আয়োজনে প্রতিবছর ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়ে আসছে।</p> <p style="text-align:justify">স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর গ্রামে প্রায় ২০০ বছর ধরে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়ে আসছে।</p> <p style="text-align:justify">আজ প্রতিযোগিতা দেখতে নারী, শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করে। এবার প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন জেলার সাতটি ঘোড়া।</p> <p style="text-align:justify">প্রতিযোগিতায় প্রথম হয় চুনারুঘাট উপজেলার কাছম আলীর ঘোড়া (আর্মি সোনা), দ্বিতীয় হয় আলমপুর গ্রামের আলাল মিয়ার ঘোড়া (সোনার হৃদয়)।</p> <p style="text-align:justify">প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার একটি সিলিং ফ্যান ও তৃতীয় পুরস্কার হিসেবে একটি মোবাইল ফোন দেওয়া হয়।</p>