<p>২০২০ সালেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল আমিতাভ রেজার ‘রিকশা গার্ল’-এর। করোনা মহামারির কারণে বদলে যায় পরিকল্পনা। এরপর কেটে গেছে অনেকটা সময়। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। পেয়েছে প্রশংসা ও পুরস্কার। এটি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দেশের দর্শকরা। সেই অপেক্ষা এবার ফুরাচ্ছে। দেশের দর্শকের সামনে আসতে চলেছে ছবিটি। ২৪ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘রিকশা গার্ল’।</p> <p>২০১৬ সালে ‘আয়নাবাজি’ দিয়ে অসামান্য সাফল্য পেয়েছিলেন অমিতাভ রেজা চৌধুরী। এরপর তিন বছর সময় নিয়ে ২০১৯-এ শুরু করেন দ্বিতীয় ছবি ‘রিকশা গার্ল’-এর কাজ। যথাসময়ে নির্মাণও সম্পন্ন হয়। মুক্তির কথা ছিল ২০২০ সালে। এর মধ্যেই হানা দেয় মহামারি করোনা। এ কারণে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেই জট অবশেষে খুলছে পাঁচ বছর পর। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গানে ফেরেনি দর্শক, ভিউ পাচ্ছেন না শিল্পীরা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736829577-1e3282e896b330f93e1dadb680bcad4e.jpeg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গানে ফেরেনি দর্শক, ভিউ পাচ্ছেন না শিল্পীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/14/1468509" target="_blank"> </a></div> </div> <p>নির্মাতা অমিতাভ নিজেই খবরটি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে প্রকাশ্যে এনেছেন ছবির ট্রেলার। দর্শকের উদ্দেশে নির্মাতা ফেসবুকে লিখেছেন, “নাইমার রিকশায় চড়ে এই শহর, অলিগলি আর পথের গল্প দেখুন তার স্বপ্ন রঙিন চোখে। ২৪ জানুয়ারি পরিবারের সবাইকে নিয়ে ‘রিকশা গার্ল’ দেখতে চলে আসুন আপনার বাড়ির কাছের সিনেমা হলে। শহরে, গ্রামে, মফস্বলে ছড়িয়ে যাক নাইমার রং, ছড়িয়ে যাক রিকশা গার্ল।”</p> <p>ভারতে জন্ম নেওয়া আমেরিকান লেখক মিতালি পারকিনসের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘রিকশা গার্ল’। এর গল্প এগিয়েছে শিল্পমনা তরুণী নাইমাকে ঘিরে। ছবি আঁকতে পছন্দ করে নাইমা। কিন্তু দারিদ্র্যের সংসারে বাবার অসুস্থতায় রিকশা চালানোর কাজে নামে সে।</p> <p>ছবির নাম ভূমিকায় আছেন নভেরা রহমান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে।</p>