<p>জায়ান্ট স্ক্রিনে সাধারণত ক্রিকেটীয় বিষয়গুলোই দেখানো হয়। যেমন- ব্যাটারদের স্কোর-সেঞ্চুরি, বোলারদের উইকেট ইত্যাদি। সঙ্গে কখনো কখনো তরুণ-তরুণীদের লজ্জায় লাল হয়ে যাওয়া মুখগুলোও দেখানো হয়। দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই করার ম্যাচে সাইম আইয়ুবের দুর্দান্ত সেঞ্চুরির উদযাপনও দেখানো হয়।</p> <p>তবে গতকাল দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের ম্যাচের সময় জায়ান্ট স্ক্রিনে দুটি বিশেষ মুহূর্তও দেখানো হয়। এর একটি হচ্ছে রোমান্টিক। ওয়ান্ডার্সে তৃতীয় ওয়ানডের ম্যাচ চলাকালীন সময় আংটি হাতে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব জানান এক প্রেমিক। অবশ্য সব কিছুকে ছাড়িয়ে গেছে আরেকটি ঘটনা।</p> <p>এদিন ম্যাচ চলাকালীন সময় পুত্রসন্তানের মালিক হয়েছেন এক দম্পতি। সন্তানসম্ভাবনা স্ত্রীকে নিয়ে ম্যাচ দেখতে এসেছিলেন স্বামী। তবে হঠাৎ করেই প্রসব বেদনা উঠলে স্টেডিয়ামের হাসপাতালে নেওয়া হয় সেই নারীকে। পরে পুত্রসন্তানের জন্ম হয়।</p> <p>এমন সুসংবাদ পরে জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। সঙ্গে সেই দম্পতিকে অভিনন্দন জানিয়ে স্ক্রিনে ভেসে ওঠে, ‘স্টেডিয়ামেই পুত্রসন্তান জন্ম হওয়ায় মিস্টার ও মিসেস রাবেংকে অভিনন্দন।’ পুরো স্টেডিয়ামে তখন করতালির বৃষ্টি নামে।</p>