<p style="text-align:justify">অন্তর্বর্তী সরকারের ছত্রচ্ছায়ায় নতুন দল গঠন হচ্ছে—বিএনপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘শিক্ষার্থীরা কোনো উপদেষ্টা বা সরকারের অনুকম্পায় রাজনৈতিক দল গঠন করছে না। আমরা সেই অনুকম্পা প্রার্থীও নই।’</p> <p style="text-align:justify">সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রংপুরের পীরগাছার দেউতি উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে শীতের চাদর বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।</p> <p style="text-align:justify">আখতার হোসেন বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে এসেছি। বাংলাদেশের তরুণরা জুলাই-আগস্টের আন্দোলনে জীবন দিতে কার্পণ্য করে নাই। এই তরুণদের প্রতি বাংলাদেশের মানুষের একটা ভরসার জায়গা তৈরি হয়েছে। সেই ভরসার জায়গার প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব হতে যাচ্ছে। সেই শক্তিকে কোনোভাবেই কোনো সরকার, অন্তর্বর্তী সরকার বা অন্য কোনোভাবে তাদের সহযোগিতায় বা তাদের মদদপুষ্ট এমন কোনো দোষ আছে বলে আমি মনে করি না। কারণ, বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে এসে অংশগ্রহণ করছে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল, সেই ক্ষমতার পাটাতনে থেকেই তাদের জন্ম হয়েছে। কিন্তু পরবর্তীতে জনগণের দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। কিন্তু আমার দেখি জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়েছে। তরুণরা কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আগে থেকে নাই বা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে বিষয়টা এমন নয়। শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের অনুকম্পায় দল গঠন করছে না।’</p> <p style="text-align:justify">জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব বলেন, ‘এই তরুণরাই একত্রিত হয়েছে। তাদের মধ্য থেকে মাত্র ৩ জন সরকারে আছেন। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে সত্য কিন্তু আমরা বরাবরই বলছি যে রাজনৈতিক দলটি হবে, সেটা হবে সম্পূর্ণভাবে গণমানুষের এবং তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল। আমরা কোনোভাবেই কোনো অনুকম্পা পেতে চাই না। কিন্তু গণতান্ত্রিক যে অধিকার, আমরা যেন সেই অধিকার পাই। সে ব্যাপারে আমরা সচেতন থাকতে চাই।’</p> <p style="text-align:justify">ভারতীয় মিডিয়ার অপতথ্য প্রচার এবং ভারতীয় আগ্রাসন প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত আছে এবং থাকবে। প্রয়োজনে আমরা মাঠে নামব। এখন যেটা প্রয়োজন সেটা হলো ভারতীয় অপপ্রচার ও আগ্রাসনের বিরুদ্ধে সরকারের শক্ত পদক্ষেপ এবং প্রতিবাদ করা। আন্তর্জাতিক পক্ষগুলোকে অবহিত করা।’</p> <p style="text-align:justify">এ সময় নাগরিক কমিটির রফিকুল ইসলাম, রংপুরের সংগঠক আলমগীর নয়ন, মো. আরিফুল ইসলাম, আই সুমন, খন্দকার মাইনুল ইসলাম মিমসহ জেলা মহানগর ও বিভাগীয় সংগঠকরা উপস্থিত ছিলেন।</p>