<p>বাংলাদেশের মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে একদিনে দুটি সেঞ্চুরির সাক্ষী হলো রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম। মধ্যাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৩ রানে অপরাজিত থেকে সেঞ্চুরি করে ইতিহাস গড়েন নিগার সুলতানা। এর কয়েক ঘণ্টা পরেই উত্তরাঞ্চলের ফারজানা হক দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলে জায়গা করে নেন নিগারের পাশে।  </p> <p>প্রথম ইনিংসে ৮৬ রান করে আউট হওয়ায় বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করেন ফারজানা। তবে দ্বিতীয় ইনিংসে তিনি সেই আক্ষেপ ঘোচান। </p> <p>নিগার ও ফারজানার এই পারফরম্যান্স ফিরিয়ে এনেছে ২০১৯ সালের ৫ ডিসেম্বরের স্মৃতি। সেদিন নেপালের পোখারায় এসএ গেমস নারী ক্রিকেটে মালদ্বীপের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেন নিগার। কিছুক্ষণ পরেই সেঞ্চুরি করে তার পাশে জায়গা নেন ফারজানা।  </p> <p> নিগারের ১৫৩ রানের ওপর ভর করে মধ্যাঞ্চল প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। উত্তরাঞ্চলের হয়ে জান্নাতুল ফেরদৌস ১১৩ দিয়ে ৬ উইকেট শিকার করেন।  </p> <p>১৪৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা উত্তরাঞ্চল ১ উইকেটে ২০৪ রান তোলার পর ম্যাচটি ড্র মেনে নেয় দুই দল। উদ্বোধনী জুটিতে ফারজানা হক ও ইসমা তানজিম মিলে যোগ করেন ১৯৬ রান। ইসমা ৯০ রানে আউট হয়ে সেঞ্চুরির খুব কাছে গিয়ে থামেন।  </p> <p>মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম জয়টি এসেছে দক্ষিণাঞ্চলের হাত ধরে। রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে পূর্বাঞ্চলকে ১০ উইকেটে হারায় তারা।  </p> <p>শেষ দিন ৩ উইকেটে ২৬ রান নিয়ে খেলা শুরু করা পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসে ১৬২ রানে অলআউট হয়। দক্ষিণাঞ্চলের অধিনায়ক রাবেয়া খান মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট। জয়ের জন্য মাত্র ৯ রানের লক্ষ্য পেয়ে কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেন দক্ষিণাঞ্চল।  </p> <p>ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নেওয়া ও একমাত্র ইনিংসে ৭০ রান করা রাবেয়া হন ম্যাচসেরা।  </p>