<p>প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আবারও বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ২২ ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ৪২ লাখ ৮০ হাজার ডলারে পৌঁছেছে।</p> <p>বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতির ভিত্তিতে বাংলাদেশের রিজার্ভ এখন ২০ বিলিয়ন ৪২ লাখ ৮০ হাজার ডলার।</p> <p>একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দুই হাজার ৪৯৯ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ডলার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাসপাতালে সেই বীর মুক্তিযোদ্ধা কানু, ‘আতঙ্কে’ এলাকাছাড়া পরিবার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734951104-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হাসপাতালে সেই বীর মুক্তিযোদ্ধা কানু, ‘আতঙ্কে’ এলাকাছাড়া পরিবার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/23/1460509" target="_blank"> </a></div> </div> <p>গত ১১ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমদানি পণ্যের বিল বাবদ ১৫০ কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ। ফলে আইএমএফের হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় ১৮.৪৫ বিলিয়ন ডলারে। দেড় মাসে বৈদেশিক মুদ্রার এই সঞ্চয় বাড়তে বাড়তে আবারও ২০ বিলিয়ন ডলার ছাড়াল।</p> <p>চলতি মাসের ২১ দিনে ২ বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে। যা গত বছরের ডিসেম্বরের পুরো মাসের চেয়ে বেশি। ২০২৩ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ডলার।</p>