<p>যাকাত বোর্ড থেকে চলতি অর্থবছরে ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত এই বোর্ড থেকে দরিদ্রদের মাঝে টাকা বিতরণ করা হবে।</p> <p>আজ সোমবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে যাকাত বোর্ডের ৬৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।</p> <p>এ ছাড়া যাকাতফান্ড নীতিমালা সংশোধন ও পরিমার্জনের জন্য বোর্ডের সদস্য চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা প্রবীণ মুহাদ্দিস শায়েখ মুফতি জসিম উদ্দিনকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।</p> <p>সভায় যাকাত বোর্ডের সঙ্গে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও যাকাতফান্ডে অর্থ প্রদানে সম্ভাব্য যাকাতদাতাদের উদ্বুদ্ধ করতে প্রচার কার্যক্রম জোরদার করারও সিদ্ধান্ত নেওয়া হয়।</p>