<p>গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় নীট এশিয়া পোশাক তৈরি কারখানার ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে।</p> <p>সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে দুইটার দিকে কারখানার পরিত্যাক্ত মালামাল রাখার গোডাউনে ওই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে গোডাউনে থাকা মালামাল পুড়ে গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘ছাত্র-জনতা ও বিএনপির অর্জিত বিজয় যেন হাতছাড়া না হয়’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734954552-75f65f236a823e153c5ef76c9d45441e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘ছাত্র-জনতা ও বিএনপির অর্জিত বিজয় যেন হাতছাড়া না হয়’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/23/1460527" target="_blank"> </a></div> </div> <p>ফায়ার সার্ভিস সূত্র জানায়, কালিয়াকৈরের সফিপুর এলাকার নীট এশিয়া কারখানার পরিত্যাক্ত মাল (ঝুট) রাখার গোডাউনে সোমবার দুপুরে আগুনের ধোঁয়া উঠতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুন গোডাউনে ছড়িয়ে পড়ে। এসময় পার্শ্ববর্তী লিজ ফ্যাশন কারখানা থেকে পানির লাইন এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনে রাখানা কারখানার বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।</p> <p>কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, দুপুরে সফিপুর এলাকার নীট এশিয়া কারখানার পরিত্যাক্ত মালামালের গোডাউনে আগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।</p>