<p>বন্ধ ঘোষণা করা দুটি কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ ছিল মহাসড়ক।</p> <p>আজ সোমবার সকাল ৯টার দিকে এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা কোনাবাড়িতে বিক্ষোভ ও অবরোধ করেছে। এতে দুপুর ২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।</p> <p>পুলিশ ও কারখানা শ্রমিকরা জানান, গত বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে গতকাল রবিবার (২২ ডিসেম্বর) সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার মূল ফটোকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিকেলে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসবে শর্তে শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করে নেন। ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদের শর্ত সাপেক্ষে কারখানায় যোগদানের কথা জানায়। কিন্তু শ্রমিকরা তা মেনে নেননি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মোটরসাইকেলে ফিরছিল তিন কিশোর, নিয়ন্ত্রণ হারিয়ে সবার মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734928103-054bdf5fdba805be1b2176f7aeca7147.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মোটরসাইকেলে ফিরছিল তিন কিশোর, নিয়ন্ত্রণ হারিয়ে সবার মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/23/1460416" target="_blank"> </a></div> </div> <p>পরে আজ সোমবার সকালে কারখানা দুটি শ্রমিকরা পুনরায় কোনাবাড়ী এলাকায় কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।</p> <p>জানা যায়, শ্রমিকরা বিনা শর্তে কারখানা খুলে দেওয়া ও শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার করার দাবি জানান। এর আগে ১৭ ডিসেম্বর শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবিতে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। পরে কর্তৃপক্ষ ১৮ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।</p> <p>গত ৩ নভেম্বর শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করেন শ্রমিকরা। পরে শিল্প পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জন শ্রমিককে আসামি করে মামলা দায়ের করে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ১৭ ডিসেম্বর শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। পরে কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে একজন চালক নিহত, আহত ৩" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734935201-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে একজন চালক নিহত, আহত ৩</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/23/1460441" target="_blank"> </a></div> </div> <p>জ্যামে আটকে ছিলেন আজমেরী পরিবহন বাসের চালক আরিফুল। তিনি বলেন, ‘তিন ঘণ্টা ধরে জ্যামে আটকা ছিলাম। আজ সারা দিন আর ইনকাম হবে না।’</p> <p>পিক-আপ ভ্যান চালক শফিকুল বলেন, ‘আমি প্রায় আড়াই ঘণ্টা যাবৎ জ্যামে বসে ছিলাম। গাড়িতে কাঁচামাল রয়েছে। সময় মতো যেতে না পারলে ক্ষতি হয়ে যাবে।’</p> <p>পথচারী আয়েশা বলেন, ‘বাইমাইল সাইন বোর্ড এলাকা থেকে ছোট বাচ্চা নিয়ে পায়ে হেঁটে এসেছি। আন্দোলন করবে তারা, ভোগান্তি আমাদের।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্প : ব্রাহ্মণবাড়িয়া অংশের কাজে অগ্রগতি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734937091-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্প : ব্রাহ্মণবাড়িয়া অংশের কাজে অগ্রগতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/23/1460448" target="_blank"> </a></div> </div> <p>গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছিল।’</p>