<p>‘পুষ্পা ২’ নিয়ে একের পর এক বিতর্কে রীতিমতো টালটামাল দক্ষিনের সুপারস্টার আল্লু অর্জুন। সিনেমাটির মুক্তির দিন প্রিমিয়ারে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে নারী ভক্তর মৃত্যুর জের ধরে ব্যাপক আলোচনায় অভিনেতা। একরাত জেলও খাটতে হয়েছে তাকে। তবে এবার আরও বিপাকে আল্লু অর্জুন। রবিবার ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে দক্ষিণী সুপারস্টারের জুবিলি হিলসের বাড়ির সামনে হানা দেয় উন্মত্ত জনতা। বিক্ষোভ প্রদর্শনের সেই ভিডিও ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই আরেকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে ১ কোটি টাকা ‘ক্ষতিপূরণ’ চেয়ে আল্লু অর্জুনের কুশপুত্তলিকা পোড়াতে দেখা গেল বিক্ষুব্ধদের।</p> <p>কয়েকদিন আগেই সন্ধ্যা থিয়েটারে ভক্তের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন আল্লু অর্জুন। যদিও ৫০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে ছাড়া পেয়ে গিয়েছেন অভিনেতা। তবে সেই ঘটনার রেশ কিছুতেই যেন পিছু ছাড়ছে না আল্লুর। এদিন দুপুরে দক্ষিণী সুপারস্টারের বাড়ির সামনে ঢিল ছুঁড়ে, টব ভেঙে একেবারে তছনছ করে দেওয়া হয় প্রবেশপথ। শুধু তাই নয়, মৃত সেই নারীর পরিবারকে ১ কোটি টাকা দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘পুষ্পা ২’ দেখতে এসে পুলিশের হাতে ধরা পড়ল কুখ্যাত গ্যাংস্টার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734855056-6ac1e9cadc500f44da5c4a3019cdf6ee.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘পুষ্পা ২’ দেখতে এসে পুলিশের হাতে ধরা পড়ল কুখ্যাত গ্যাংস্টার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/22/1460100" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নারীর মৃত্যুর খবরে হেসেছিলেন আল্লু অর্জুন, বলেন ‘সিনেমা এবার হিট’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734863373-5b1dd4a5d44c79f5e57c2f0b1c6b8267.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নারীর মৃত্যুর খবরে হেসেছিলেন আল্লু অর্জুন, বলেন ‘সিনেমা এবার হিট’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/22/1460136" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>অবশ্য এর আগেই সেই মৃতার পরিবারকে ২৫ লক্ষ টাকা দিয়ে আর্থিক সাহায্য করেছেন আল্লু। তার গ্রেপ্তারির খবর শুনে মৃতার স্বামীও মামলা তুলে নেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। তবে সেই জল বর্তমানে অনেকদূর গড়িয়েছে। রবিবারই জনতার ক্ষোভের আঁচ পাওয়া গেল। দক্ষিণী সুপারস্টারের বাড়ির সামনের সেই ভয়ানক পরিস্থিতির দৃশ্য সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল। সেখানেই দেখা গেল, একদল মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। কেউ বা আবার বাড়ির পাঁচিলের উপর উঠে ঢিল ছুঁড়ছেন ভিতরে। একদল আল্লুর কুশপুতুল পোড়াচ্ছেন। হামলাকারীদের মধ্যে ৮জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার মাত্র ১ ঘণ্টা আগেই আল্লু অর্জুন সামাজিক মাধ্যমে ভক্তদের শান্ত থাকার পরামর্শ দিয়েছিলেন।</p> <p>এদিকে সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনা নিয়ে শনিবার সরগরম হয়েছিল তেলেঙ্গানার বিধানসভা। নাম না করেই সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তাঁর দাবি, পদপিষ্ট নারীর মৃত্যুর খবরে নাকি হেসে উঠে আল্লু বলেছিলেন, ‘এবার সিনেমা হিট।’ সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে আকবরউদ্দিনের ভিডিও শেয়ার করা হয়। যে ভিডিও শেয়ারের পর আরো ফুঁসে উঠেছে নেটিজেনরা।</p>