গাজায় হামাসবিরোধী বিক্ষোভ

  • গাজার একাংশ দখলের হুমকি নেতানিয়াহুর
  • বলপ্রয়োগ করলে জিম্মিদের কফিনে ফেরত দেবে হামাস
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
গাজায় হামাসবিরোধী বিক্ষোভ
উত্তর গাজার বেইত লাহিয়ায় গত মঙ্গলবার হামাসবিরোধী বিক্ষোভে অংশ নেয় সেখানকার বাসিন্দারা। ছবি : এএফপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শত শত মানুষ হামাসবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে। গাজার ক্ষমতা ছাড়তে হামাসের প্রতি আহবান জানিয়েছে তারা। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর গাজায় এটাই হামাসের বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ।

তবে মুখোশধারী হামাস সদস্যরা বিক্ষোভকারীদের জোরপূর্বক ছত্রভঙ্গ করে দেয় এবং মারধর করে।

তাদের অনেকের হাতে অস্ত্র ও লাঠি ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গত মঙ্গলবার উত্তর গাজার বেইত লাহিয়ার সড়কে গাজার যুবকদের মিছিল করতে এবং হামাস বেরিয়ে যাও স্লোগান দিতে দেখা যায়।

ইসলামিক জিহাদের বন্দুকধারীরা ইসরায়েলে রকেট হামলা চালানোর একদিন পর গাজায় এই বিক্ষোভ শুরু হয়। এই হামলার ফলে বেইত লাহিয়ার বিশাল অংশ খালি করার নির্দেশ দেয় ইসরায়েল, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে।

প্রায় দুই মাসের যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েল গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু করেছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোসংক্রান্ত একটি প্রস্তাব প্রত্যাখ্যানের জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েল। অন্যদিকে গত জানুয়ারিতে স্বাক্ষরিত মূল চুক্তি ইসরায়েল অমান্য করেছে বলে অভিযোগ হামাসের। গত ১৮ মার্চ থেকে পুনরায় ইসরায়েলি অভিযান শুরুর পর শত শত ফিলিস্তিনি নিহত এবং হাজার হাজার বাস্তুচ্যুত হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া বেইত লাহিয়ার বাসিন্দা মোহাম্মদ দিয়াব বলেন, যুদ্ধে তাঁর বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং ইসরায়েলি বিমান হামলায় বছরখানেক আগে নিজের ভাইকে হারিয়েছেন। তিনি বলেন, আমরা কারো জন্য কোনো পার্টির এজেন্ডা বা বিদেশি রাষ্ট্রের স্বার্থের বলি হতে চাই না।

দিয়াব আরো বলেন, হামাসকে পদত্যাগ করতে হবে এবং শোকাহতদের কণ্ঠস্বর শুনতে হবে, যেই কণ্ঠস্বর ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসেএটা সবচেয়ে সত্যিকারের কণ্ঠস্বর।

আরেক ফুটেজে বিক্ষোভকারীদের হামাসের শাসন নিপাত যাক, মুসলিম ব্রাদারহুডের শাসন নিপাত যাক বলে চিৎকার করতে শোনা যায়।

এ ছাড়া বেইত হানুন ও জাবালিয়ায়ও বিক্ষোভ হয়েছে।

এ সময় তাদের হাতে আমরা মরতে রাজি নই, আমাদের শিশুদের রক্ত সস্তা নয় এবং যুদ্ধ বন্ধ রাখুন প্ল্যাকার্ড দেখা গেছে।

এক বিক্ষোভকারী বলেন, যথেষ্ট বাস্তুচ্যুতি হয়েছে। আমরা বাঁচতে চাই। অবরোধ খুবই তীব্র। খাবার, নিরাপত্তা, পানি, এমনকি টাকাও নেই। আমরা মর্যাদার সঙ্গে বাঁচতে চাই।

আরেক বিক্ষোভকারী বলেন, যদি গাজায় হামাসের ক্ষমতা ছেড়ে দেওয়াই সমাধান হয়, তাহলে জনগণকে রক্ষার জন্য হামাস কেন ক্ষমতা ছেড়ে দেয় না।

নির্বাচনে জয়ের পর এবং প্রতিদ্বন্দ্বীদের উত্খাতের পর ২০০৭ সাল থেকে গাজায় এককভাবে শাসন করে আসছে হামাস। ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর হামাসের বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা বেড়েছে। যদিও হামাসের অনুগত লোকও আছে অনেক। তাই গোষ্ঠীটির প্রতি সমর্থন কতটা কমেছে তা অনুমান করা কঠিন।

গাজার বাসিন্দা মোহাম্মদ আল-নাজার ফেসবুকে লিখেছেন, মাফ করবেন; কিন্তু হামাস ঠিক কিসের ওপর বাজি ধরেছে? তারা আমাদের রক্তের ওপর বাজি ধরেছে, যেই রক্তকে পুরো বিশ্ব শুধু সংখ্যা হিসেবে দেখে থাকে। এমনকি হামাসের কাছেও আমরা একটি সংখ্যা মাত্র। পদত্যাগ করুন এবং আমাদের ক্ষত সারতে দিন।

এদিকে হামাসকে গাজার ক্ষমতা ছেড়ে দেওয়ার আহবান জানিয়েছেন ফাতাহর গাজা শাখার মুখপাত্র মুনথার আল-হায়েক। তাঁর মতে, গাজায় হামাসের শাসন ফিলিস্তিনি স্বার্থের জন্য হুমকি।

অন্যদিকে হামাস বন্দিদের জিম্মি করে রাখলে গাজার কিছু অংশ দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, হামাস যত বেশি সময় ইসরায়েলি বন্দিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাবে, গাজার ওপর দমন তত বাড়বে। এর মধ্যে রয়েছে অঞ্চল দখল এবং অন্যান্য বিষয়।

বন্দিদের জীবিত ফিরিয়ে আনতে পারে যুদ্ধনেতানিয়াহুর এমন বক্তব্যকে মিথ্যা আখ্যা দিয়ে হামাস বলেছে, ইসরায়েল যদি বলপ্রয়োগ করে বন্দিদের উদ্ধারের চেষ্টা করে, তাহলে তাদের কফিনে ফিরিয়ে দেওয়া হবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২৪ জন। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ১৮৩ জন হলো। আর গত ১৮ মার্চ থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৮৩০ জন নিহত হয়েছে। সূত্র : বিবিসি, আলজাজিরা

 

মন্তব্য

সম্পর্কিত খবর

উদ্ধারের চেষ্টায় উদ্ধারকর্মী

শেয়ার
উদ্ধারের চেষ্টায় উদ্ধারকর্মী
ভূমিকম্পে মায়ানমারের মান্দালয় শহরে ধসে পড়া বহুতল ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া একজনকে গতকাল উদ্ধারের চেষ্টায় উদ্ধারকর্মীরা। ছবি : এএফপি
মন্তব্য

আমিরাতে চাঁদ দেখতে এআইচালিত ড্রোন

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
আমিরাতে চাঁদ দেখতে এআইচালিত ড্রোন

আরবি রমজান মাসের সমাপ্তি ঘোষণা করতে আসা শাওয়াল মাসের চাঁদ দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম ড্রোন ব্যবহার করছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল শনিবার দেশটির আবুধাবিতে শাওয়ালের চাঁদ দেখা কমিটির বৈঠক করার কথা। এই সভায় শরিয়াহ, জ্যোতির্বিদ্যা এবং আইন বিশেষজ্ঞরা চাঁদ দেখার প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন। তাঁরা চাঁদ দেখতে এআইসমৃদ্ধ পর্যবেক্ষক যন্ত্র ও ড্রোনের তথ্য যাচাই করবেন।

আল-খাতিম অ্যাস্ট্রনমিক্যাল অবজারভেটরি থেকে ড্রোনগুলো উড্ডয়ন করা হবে। ড্রোনগুলো ৩০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম এবং উচ্চ-নির্দিষ্ট লেন্সে সজ্জিত। এআই স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে চাঁদের অবস্থান এবং দৃশ্যমানতা বিশ্লেষণ করা হবে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো চাঁদ দেখতে ড্রোন ব্যবহার করছে মধ্যপ্রাচ্যের দেশটি।
এর আগে আমিরাত রমজানের চাঁদ দেখতে ড্রোন ব্যবহার করেছিল। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার ঈদ উদযাপিত হবে। গতকাল শনিবার অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে।
সূত্র : গালফ নিউজ, খালিজ টাইমস

মন্তব্য
সংক্ষিপ্ত

পাকিস্তানে আট সেনাসহ নিহত ১৯

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পাকিস্তানে আট সেনাসহ নিহত ১৯

পাকিস্তানে পৃথক হামলায় আট সেনা সদস্যসহ ১৯ জন নিহত হয়েছে। বাকি নিহতদের মধ্যে ১০ জন তালেবান যোদ্ধা এবং একজন সাধারণ নাগরিক রয়েছে।

পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা গতকাল শনিবার জানান, আফগানিস্তান সীমান্তবর্তী খাইবারপাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর ড্রোন হামলায় তালেবানের ১১ যোদ্ধা নিহত হয়েছে। গত শুক্রবার রাতে তালেবানের আস্তানা লক্ষ্য করে তিনটি ড্রোন ছোড়া হয়।

নিহতদের মধ্যে দুজন নারী এবং একটি শিশু রয়েছে। অন্যদিকে গত শুক্রবার আফগানিস্তান সীমান্তে পৃথক হামলায় আটজন সেনা এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, খাইবারপাখতুনখোয়ায় তালেবানের বিরুদ্ধে অভিযানে সাত সেনা নিহত হয়। একটি বাড়িতে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়।
পরে সেনাবাহিনীর অভিযানে তালেবানের আটজন নিহত এবং ছয়জন সেনা সদস্য আহত হয়। পুলিশ কর্মকর্তা মহসিন আলী জানিয়েছেন, বেলুচিস্তানে মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরণে একজন সেনা এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সূত্র : এএফপি

মন্তব্য

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০

নাইজেরিয়ার মধ্য-উত্তরাঞ্চলের একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে প্লেটো রাজ্যের রুউই গ্রামে ঘটনাটি ঘটেছে। রাজ্যটি দেশের বেশির ভাগ মুসলিম অধ্যুষিত উত্তর অর্ধেক এবং খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণের মধ্যে অভ্যন্তরীণ সীমান্তে অবস্থিত। এটি এমন একটি রাজ্য, যেখানে যাযাবর পশুপালক এবং পশুপালক কৃষকদের মধ্যে নিয়মিত সহিংসতা দেখা যায়।

গ্রামের নেতা মোসেস জন বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ সময় ১০ জনকে হত্যা করে তারা। আরো তিনজন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তাদের উদ্ধারে নিরাপত্তাকর্মীদের পাঠানোর আহবান জানিয়েছে গ্রামবাসী।

প্লেটো রাজ্য কমান্ডের পুলিশ মুখপাত্র আলফ্রেড আলাবো এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার রাতে বন্দুকধারীদের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ কিছু অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতকারীর আক্রমণের খবর পেয়েছে। সশস্ত্র দুষ্কৃতিরা বিক্ষিপ্তভাবে গুলি চালাতে শুরু করে। একটি শোক অনুষ্ঠানে উপস্থিত কিছু মানুষ দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারায়।
সূত্র : এএফপি

মন্তব্য

সর্বশেষ সংবাদ