<p>সাভারে ঠিকানা পরিবহনের একটি বাসের চাপায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এ সময় ঠিকানা পরিবহনের ঘাতক বাসচালক ও সহযোগীকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। </p> <p>আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সোয়া ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশে অবরোধ করা হলে তীব্র যানজটে আটকা পড়ে সড়ক ব্যবহারকারীরা। </p> <p>এর আগে গত শনিবার (২১ ডিসেম্বর) সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার সামনে ঠিকানা পরিবহণের বাসচাপায় নিহত হন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার। তিনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মোটরসাইকেলে ফিরছিল তিন কিশোর, নিয়ন্ত্রণ হারিয়ে সবার মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734928103-054bdf5fdba805be1b2176f7aeca7147.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মোটরসাইকেলে ফিরছিল তিন কিশোর, নিয়ন্ত্রণ হারিয়ে সবার মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/23/1460416" target="_blank"> </a></div> </div> <p>নিহত প্রত্যয় সরকার (৩০) মেহেরপুর জেলার গাংনি থানার জনাতন সরকারের ছেলে। প্রত্যয় কুমার সরকারের বাবা জনাতন সরকারও সিআরপি’র ওয়ার্ড বয় হিসেবে কাজ করেন।</p> <p>বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, গত শনিবার ঠিকানা পরিবহনের দ্রুতগতির একটি বাস বেপরোয়া গতিতে আমাদের সিআরপি নাসিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকারকে চাপা দিলে তার মৃত্যু হয়।</p> <p>প্রত্যয় হত্যার সঙ্গে জড়িত ঘাতক বাসচালক ও সহযোগীদের বিচারের দাবি জানিয়ে তারা আরো বলেন, দ্রুত ঘাতক বাসের চালক ও সহকারীকে শাস্তির আওতায় না আনা হলে আরো কঠিনতর কর্মসূচি ঘোষণা করা হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে তাপ পোহাতে গিয়ে শাড়িতে আগুন, প্রাণ গেল নারীর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734931235-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে তাপ পোহাতে গিয়ে শাড়িতে আগুন, প্রাণ গেল নারীর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/23/1460431" target="_blank"> </a></div> </div> <p>এদিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।</p> <p>সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, ‘অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।’</p>