<p>ভাঙ্গায় মহাসড়কে পিকআপসহ গরু ও মাছ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত।</p> <p>গ্রেপ্তারকৃতরা হলেন- ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা গ্রামের পারভেজ মুন্সী (২৭), শরীয়তপুর জেলার গোঁসাইরহাট উপজেলার নাগেরপাড়া গ্রামের আরাফাত হোসেন (২৬), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী জুনাশুর গ্রামের সোহেল কাজী (২৩), জুয়েল কাজী (২২), কোটালিপাড়া উপজেলার ফুসলা ইউনিয়নের কান্দি গ্রামের মিন্টু শেখ(৫৫), ধোরার গ্রামের সাগর (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামের মেহেদী হাসান মৃধা (২৮)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লক্ষ্মীপুরে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734947785-ddbac6792a98673cf32000e4509a6361.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লক্ষ্মীপুরে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/23/1460494" target="_blank"> </a></div> </div> <p>পুলিশ জানায়, ডাকাতদের কাছে থেকে মহাসড়কে ডাকাতি হওয়া ২টি পিকআপসহ মোট ৪টি পিক-আপ, নগদ টাকা, ডাকাতি হওয়া মোবাইল ও ডাকাতির কাজে ব্যবহৃত  রামদা, চাপাতি, ছোড়া, হাতুড়ি উদ্ধার করা হয়েছে। </p> <p>ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন, ‘গত ৪ ও ৫ নভেম্বর ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় ও হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় দুটি ডাকাতির ঘটনা ঘটে। একটি ঘটনায় তিনটি গরুসহ পিকআপ ও অপর ঘটনায় পাঙ্গাশ মাছসহ পিকআপ ডাকাতদল ছিনিয়ে নিয়ে যায়। এ দুটি ঘটনায় ভাঙ্গা থানায় পৃথক দুটি ডাকাতি মামলা হয়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেরপুরে চাঁদা আদায় বন্ধের দাবিতে অটোরিকশা চালকদের বিক্ষোভ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734947493-1c7e89c3694f352a9c98241cec343367.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেরপুরে চাঁদা আদায় বন্ধের দাবিতে অটোরিকশা চালকদের বিক্ষোভ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/23/1460493" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, ‘মামলার তদন্ত করতে গিয়ে ভাঙ্গা থানা পুলিশ গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে পারভেজ মুন্সী ও আরাফাত হোসেনকে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পিকআপসহ গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড় বাস স্ট্যান্ড থেকে আরো ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আরো একজনকে শনিবার দিবাগত রাত সাড়ে চারটায় কেরানীগঞ্জ এলাকা থেকে দুটি পিকআপসহ গ্রেপ্তার করা হয়। এর মধ্যে পারভেজ ও আরাফাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি ৫ জনের ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে এবং সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।’</p>