<p style="text-align:justify">ফরিদপুরের মধুখালী উপজেলার কাজিররাস্তা মাদরাসার সামনে যাত্রীবাহী বাস থেকে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ফরিদপুর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী শারদীয়া পরিবহনের বাসে এ দুর্ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">নিহতের নাম শাইরিন (২৫)। সে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকার মো. আ. কুদ্দুসের মেয়ে।</p> <p style="text-align:justify">জানা যায়, শাইরিন শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে মাঝকান্দি বাসস্ট্যান্ড থেকে শারদীয়া পরিবহনে উঠেছিলেন। বাসে কোনো সিট খালি না থাকায় তিনি ইঞ্জিন কভারের ওপর বসেন। বাসটি কাজিররাস্তা এলাকায় পৌঁছালে হঠাৎ বাসের সামনে দিয়ে একটি শিশু দৌড় দেয়। চালক জরুরি ব্রেক করলে ভারসাম্য হারিয়ে শাইরিন বাস থেকে নিচে পড়ে যান। এরপর বাসের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।</p> <p style="text-align:justify">করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মো. রইচ উদ্দিন জানান, শাইরিনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাস চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p> <p style="text-align:justify">এ দুর্ঘটনার পর এলাকাবাসী নিরাপত্তার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা যাত্রীবাহী বাসের অতিরিক্ত যাত্রী বহন ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।</p>