<p>গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাঈমের লাশ প্রায় সাড়ে ৪ মাস পর কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। </p> <p>সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে দিনাজপুর জেলা আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জনের প্রতিনিধির উপস্থিতিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রাম থেকে নিহতের লাশ উত্তোলন করে থানা পুলিশ। নিহত শিক্ষার্থী ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734945899-de2d631cf64ae96008bc39b9fe6bc5f9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/23/1460487" target="_blank"> </a></div> </div> <p>মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হিলি পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র জামিল হোসেন চলন্ত তার দলবল নিয়ে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে এবং আন্দোলনে থাকা মোহতাসিম হাসান ফাহিম ও আসাদুজ্জামান সূর্য নামের দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। পরদিন ৫ আগস্ট মেয়রের বাড়িতে ওই দুই শিক্ষার্থীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।</p> <p>এরপর নিহত সূর্যের বড় ভাই সুজন মিয়া বাদী হয়ে ১৬ আগস্ট ২৩ জনের নাম উল্লেখসহ আরো ৯০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা করেন।</p>