<p>দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ শফিক। তিন ম্যাচেই ডাক মেরেছেন তিনি। এই দুঃস্বপ্নের অভিজ্ঞতার পর খোঁচা শুনতে হয়েছে তার স্বদেশি সাবেক ক্রিকেটার শেহজাদের কাছ থেকে।</p> <p>শফিকের এমন ব্যর্থতার পর সাবেক পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীর্যক মন্তব্য করেছেন। ‘এক্স’ হ্যান্ডলে শেহজাদ শফিকের ব্যর্থতার উল্লেখ করে লিখেছেন, ‘টানা তিনটি ডাক মেরেছেন আবদুল্লাহ শফিক, সঙ্গে যুক্ত করেছেন হাঁসের ইমোজি। পাশাপাশি শেহজাদ প্রশ্ন তুলেছেন, ‘ফখর জামান কোথায়?’</p> <p><iframe frameborder="0" height="400" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/iamAhmadshahzad/status/1870809617703264630" width="600"></iframe></p> <p>শেহজাদের পোস্টটি শুধু শফিকের সমালোচনাতেই থেমে থাকেনি; আরেক ওপেনার সাইম আইয়ুবকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। সিরিজে দারুণ ফর্মে থাকা সাইম আইয়ুব দুই সেঞ্চুরির সাহায্যে হয়েছেন সিরিজসেরা। শেহজাদ লিখেছেন, ‘সাইম আইয়ুবের থেকে আরেকটি অসাধারণ ইনিংস। পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে সে এক নতুন তারকা। তিনটি বড় ম্যাচে তিনটি বড় ইনিংস খেলেছে, যা একটি দুর্দান্ত অর্জন।’ </p> <p>শেহজাদ আরো যোগ করেন, ‘ফখর জামান যদি সাদা বলের দুই সংস্করণে সাইমের সঙ্গে ওপেন করে, তাহলে পাকিস্তানের টপ অর্ডারের সমস্যার সমাধান হয়ে যাবে।’ </p> <p>ফখর জামানের নাম বারবার উল্লেখ করার কারণ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে তার চলমান দ্বন্দ্ব। সম্প্রতি ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ফখরকে। শেহজাদ যে এটি নিয়ে অসন্তুষ্ট, তা তার মন্তব্যে স্পষ্ট।</p>