<p>টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় হতাহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আশুলিয়া থানায় স্মারকলিপি দিয়েছেন মুসল্লিরা।</p> <p>সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেওয়ার পাশাপাশি আশুলিয়া থানা উলামা পরিষদের সভাপতি আবু জাফর কাশেমীর নেতৃত্বে ওলামা মাশায়েখ, তাবলিগ সাথীদের নিয়ে এ স্মারকলিপি দেওয়া হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কাবুলে কূটনৈতিক কার্যক্রম ফের শুরু রিয়াদের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734949325-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কাবুলে কূটনৈতিক কার্যক্রম ফের শুরু রিয়াদের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/23/1460498" target="_blank"> </a></div> </div> <p>এর আগে আশুলিয়া থানা উলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ থেকে বক্তারা ইজতেমার মাঠে হামলা ও হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘ঘুমন্ত অবস্থায় তাবলিগ নামধারী বিপথগামী পথভ্রষ্ট উগ্র সন্ত্রাসী সাদপন্থীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে অন্তত চার জনকে হত্যা করে। এ ছাড়া অসংখ্য শান্তিপ্রিয় সাধারণ মুসল্লি, ওলামারা নৃশংস হামলার শিকার হয়ে গুরুতর অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন। তাই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি প্রদান ও সাদপন্থিদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি বজায় রাখতে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানাচ্ছি।</p> <p>এ সময় উক্ত সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন সাভার উপজেলার আশুলিয়া থেকে আসা শতাধিক বেশি মুসল্লি উপস্থিত ছিলেন। পরে তারা আশুলিয়া থানায় স্মারকলিপি দেন।</p>