<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গত বুধবার তাবলিগ জামাতের দুই পক্ষের সহিংসতায় চারজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। জুবায়েরপন্থী শুরায়ি নেজামের সাথী এস এম আলম হোসেন বাদী হয়ে গতকাল বিকেলে টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ কয়েক শ জনকে আসামি করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এরই মধ্যে ইজতেমা মাঠের সামনের কামারপাড়া সড়ক থেকে গতকাল বৃহস্পতিবার ব্যারিকেড তুলে নিয়েছে সেনাবাহিনী। বর্তমানে ইজতেমা ময়দানের আশপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছে হেফাজতে ইসলাম। অন্যদিকে দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি চেয়ে গতকাল খুলনা শহরের নিরালা এলাকায় মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম। এ সময় সাদপন্থীদের খুনি আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায় দলটি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হেফাজতে ইসলাম খুলনার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ইসলামী আন্দোলনের সহসভাপতি নাসিরউদ্দিন, খানজাহান আলী থানার সহকারী সেক্রেটারি মাওলানা আল এমরান, জেলার সহপ্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লা জুবায়ের প্রমুখ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গতকাল মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের অবস্থান হলো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যারা অপরাধ করেছে, তারা অপরাধী। তাদের শাস্তির আওতায় আসতেই হবে। তাদের কঠোর হস্তে দমন করব, কোনো ছাড় দেওয়া হবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি জানান, ইজতেমা ময়দানে দেওয়া সাময়িক নিষেধাজ্ঞা শিগগিরই কেটে যাবে। পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। জুবায়েরপন্থীদের জন্য বিশ্ব ইজতেমার যে তারিখ নির্ধারিত ছিল, সে তারিখেই তা অনুষ্ঠিত হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গতকাল বিশ্ব ইজতেমা ময়দান ঘুরে দেখা গেছে, ইজতেমা ময়দানের প্রধান ফটকের সামনে টঙ্গী-কামারপাড়া বন্ধ সড়ক খুলে দিয়েছে সেনাবাহিনী। এর আগে বুধবার দুপুর থেকে জলকামানসহ দাঙ্গা প্রতিরোধের সরঞ্জাম সড়কে দৃশ্যমান ছিল। তবে মাঠের ভেতরে ও বাইরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আছেন। এদিকে ইজতেমা মাঠে জুবায়েরপন্থী কিছু লোককে দেখা গেছে। তাঁরা বলছেন, রেখে যাওয়া মালপত্র গোছাতে তাঁরা ইজতেমা মাঠে এসেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে শুরায়ে নেজামের (জুবায়েরপন্থী) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের কেউ মাঠে নেই। তবে মাঠের টিনশেড মসজিদ আমরা এবং তুরাগের পশ্চিম পাড়ের বেলাল মসজিদ সাদপন্থীরা সারা বছর ব্যবহার করতে পারবে বলে সরকারি সিদ্ধান্ত আছে। তাই আমরা মাঠে নেই, মাঠের মসজিদে আছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>