<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এবিসি আঞ্চলিক মহাসড়কের পেকুয়ার সীমান্তবর্তী টৈটং ইউনিয়নে অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আরো তিন জেলায় পুলিশের এক কনস্টেবলসহ তিনজন নিহত হন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজার ও চকরিয়া</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> : চট্টগ্রামের হাটহাজারীর মধ্যম মাদার্শা এলাকার বাসিন্দা ফিরোজ আহমদের স্ত্রী শাহীন আক্তার বাসে চড়লে বমি করেন। তাই সিএনজিচালিত অটোরিকশায় চেপে কক্সবাজারের চকরিয়া পৌর শহরের হাসপাতাল সড়কের ভাড়া বাসা থেকে সপরিবারে পেকুয়া হয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে। কিন্তু পথে এবিসি আঞ্চলিক মহাসড়কের পেকুয়ার সীমান্তবর্তী টৈটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় পৌঁছলে তাঁদের বহনকারী অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পর আরো এক শিশুসহ পাঁচজন নিহত হন। নিহতরা হলেন ফিরোজ আহমদ (৪৮), তাঁর স্ত্রী শাহীন আক্তার (২৯) ও তাঁদের ছয় মাসের শিশু জাহেদুল ইসলাম। এ ছাড়া নিহত হন অটোচালক পেকুয়ার ধনিয়া কাটা গ্রামের মনিরুল মান্নান (২২) ও অটোযাত্রী পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার এলাকার আবদুর রহমান (৩২)। মারাত্মক আহত অবস্থায় চকরিয়ার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিহত ফিরোজ দম্পতির আরো দুই শিশুসন্তান শাহেদুল ইসলাম (৭) ও জান্নাত আরা (৪)। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় পতিত ডাম্পার ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাবনা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাবনা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সদর উপজেলায় অবৈধ বালুবহনকারী ট্রলির চাপায় মাসুদ রানা নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে পাবনার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা সুজানগর উপজেলার কামালপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, দুপুরে পাবনা থেকে কামালপুর পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন মাসুদ রানা। পথে শ্রীপুরে পেছন থেকে চাপা দেয় ট্রলিটি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁদপুর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মোটরসাইকেল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল একজনের। আর একই ঘটনায় এক পথচারীসহ আরো তিনজন মারাত্মক আহত হন। তাঁদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। চাঁদপুর সদরের চান্দ্রা চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী ইয়ামুন খান উত্তর আলগী ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামের মৃত খলিল খানের ছেলে। মোটরসাইকেলের তিন আরোহী স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।</span></span></span></span></span></p> <p><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালিয়াকৈর (গাজীপুর</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : কালিয়াকৈরের মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের আকুলিচালা এলাকায় বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় শেফালী খাতুন (২৪) নামের এক নারী শ্রমিক নিহতের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মাটি বহনকারী একটি ডাম্প ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।</span></span></p>