<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইজতেমা মাঠে সংঘর্ষের অভিযোগে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী নেতা মুফতি মুয়াজ বিন নূরকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল রবিবার দুপুরে রিমান্ড শুনানির পর বিচারক অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন এ আদেশ দেন। মহানগর আদালতের পরিদর্শক মো. আহসান উল্লাহ এ তথ্য জানিয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে টঙ্গী পশ্চিম থানার পুলিশ মুয়াজ নূরকে ঢাকার খিলক্ষেতের বাসা থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে পরদিন শুক্রবার তাঁকে গাজীপুর মহানগর আদালত-৩-এ পাঠায় পুলিশ। বিচারক রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে নূরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রবিবার রিমান্ডের ওপর শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে এজলাসে নিয়ে আসা হয়।</span></span></span></span></span></p>