<p>রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলিসহ মো. দেলোয়ার হোসেন দুলাল (৪৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। দোলেয়ার হোসেন রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মৃত খলিল মণ্ডলের ছেলে।</p> <p>সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল রবিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে ১৪ বীর-এর একটি বিশেষ দল এ অভিযান চালায়। অভিযানে একটি পাকিস্তানি রিভলভার, এক রাউন্ড তাজা বুলেট, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভাঙ্গায় পিকআপসহ ডাকাতদলের ৭ সদস্য গ্রেপ্তার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734948299-0fe2139b6f9163c35648cb82bdd0a4d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভাঙ্গায় পিকআপসহ ডাকাতদলের ৭ সদস্য গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/23/1460496" target="_blank"> </a></div> </div> <p>সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।</p> <p>আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জানায়, এ ঘটনায় আজ সোমবার রাজবাড়ী থানার এসআই অমিত কুমার বাগচী বাদী হয়ে একটি মামলা করেছেন।</p>