<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউএনও এসি ল্যান্ড অভিযানে বের হলে আগেই খবর পাই। শিখছি মাটির ব্যবসা। আওয়ামী লীগের আমলেও করেছি, আর এখন তো আমাদের দিন। সবাইকে ম্যানেজ করেই এই ব্যবসা করতে হয়। এবার দুই দিন ধরে মাটি কাটা শুরু করেছি। পুরোপুরি কাটা শুরু হলে প্রশাসনসহ সবার সঙ্গে কথা বলব। মাটি ব্যবসায়ী ফতেপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও ওই ওয়ার্ডের মেম্বার মো. রফিক মিয়া এসব কথা বলেন। জানা গেছে, এক সপ্তাহ আগে ফতেপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও ওই ওয়ার্ডের মেম্বার মো. রফিক মিয়া ভেকু মেশিন দিয়ে ঝিনাই নদীর থলপাড়া এলাকায় নদীর পার কেটে মাটি বিক্রি করছিলেন। খবর পেয়ে শুক্রবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুুদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় মাটি কাটার সঙ্গে জড়িত কাউকে না পেলেও মাটি কাটার ভেকু মেশিন বিকল করা হয়। অভিযানে পুলিশ ও সেনা সদস্যরাও উপস্থিত ছিলেন। মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুুদুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">থলপাড়া এলাকায় অভিযান চালানো হলেও মাটির ব্যবসার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>