<p>চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযানে ৩টি চোরাচালানকৃত ভারতীয় গরুসহ ৩ জন চোরাকারবারি আটক হয়েছে। </p> <p>আটককৃতরা হলেন- সদর উপজেলার বাখের আলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাকিদুর রহমান (৩৫), সুর্য়নারায়নপুর বেলপাড়া গ্রামের সোনাউদ্দির ছেলে শাহিদুল ইসলাম (৩৫) ও জেলার শিবগঞ্জ উপজেলার হাসানপুর নামোজগন্নথপুর বাদশাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল করিম (৩০)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্প : ব্রাহ্মণবাড়িয়া অংশের কাজে অগ্রগতি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734937091-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্প : ব্রাহ্মণবাড়িয়া অংশের কাজে অগ্রগতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/23/1460448" target="_blank"> </a></div> </div> <p>আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার সকাল ৭টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী সীমান্তের গোয়ালডুবি ঘাট এলাকায় বাখের আলী বিওপি’র একটি টহলদল নিয়মিত টহল দেওয়ার সময় ওই এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান সম্ভাবনার তথ্য জানতে পারে। এমন খবরে অভিযান শুরু করে সীমান্ত এলাকা দিয়ে তিন ব্যক্তিকে ৩টি গরুসহ আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদের থামার সংকেত দিলে তারা না থেমে ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলদল তাদের ধাওয়া করে পদ্মা তীরবর্তী দুর্গম উঁচু বালিয়াড়ি থেকে গরুসহ তাদের আটক করতে সক্ষম হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মোটরসাইকেলে ফিরছিল তিন কিশোর, নিয়ন্ত্রণ হারিয়ে সবার মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734928103-054bdf5fdba805be1b2176f7aeca7147.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মোটরসাইকেলে ফিরছিল তিন কিশোর, নিয়ন্ত্রণ হারিয়ে সবার মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/23/1460416" target="_blank"> </a></div> </div> <p>৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনির- উজ-জামান বলেন, ‘জব্দ গরুসহ আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।’ সীমান্তে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান অধিনায়ক।</p>