<p>হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত রজব আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২২ ডিসেম্বর) রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ে।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের কাজল মিয়া ও মুহিবুর মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিজিবির অভিযানে ১০ বস্তা ফেনসিডিল ফেলে পালিয়ে গেল চোরাকারবারিরা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734938839-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিজিবির অভিযানে ১০ বস্তা ফেনসিডিল ফেলে পালিয়ে গেল চোরাকারবারিরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/23/1460455" target="_blank"> </a></div> </div> <p>বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রজব আলী নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। মরদেহ এখনো বাড়িতে আসেনি।</p>