<p>বগুড়ার শেরপুরে অটোরিকশাচালকদের কাছ থেকে আবারও চাঁদা আদায় শুরুর খবর পাওয়া গেছে। মালিক সমিতির নামে সাড়ে চার মাস পর শহরের একাধিক পয়েন্টে সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের কাছ থেকে ৪০ টাকা করে প্রতিদিন চাঁদ নেওয়ার অভিযোগ উঠেছে। চাঁদাবাজি বন্ধের দাবিতে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন অটোরিকশাচালকরা।</p> <p>আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদা বন্ধের দাবি জানিয়ে মহাসড়কে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক। পৌর এলাকার হাজীপুর থেকে বের হওয়া ওই বিক্ষোভ মিছিলটি মহাসড়কের ধুনট মোড় এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত করেন। এ সময় চাঁদা আদায় বন্ধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন তারা। পাশাপাশি সাধারণ অটোচালকরা বিভিন্ন স্লোগান দেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সীমান্তে ৩ ভারতীয় গরুসহ ৩ চোরাকারবারিকে আটক করল বিজিবি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734940951-9bf4989c13221da464270f151d4201b2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সীমান্তে ৩ ভারতীয় গরুসহ ৩ চোরাকারবারিকে আটক করল বিজিবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/23/1460463" target="_blank"> </a></div> </div> <p>খোঁজ নিয়ে জানা যায়, বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এরপর এই উপজেলায় চলাচলকারী প্রায় চার হাজার অটোরিকশা থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় বন্ধ হয়ে যায়। এ ছাড়া অন্যান্য পরিবহন থেকেও চাঁদা আদায় বন্ধ হয়। ফলে পরিবহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। এভাবে সাড়ে চার মাস চাঁদা আদায় বন্ধ থাকে। কিন্তু বর্তমানে এই সেক্টরটি হাত বদল হয়ে নতুন করে গঠিত হয় মালিক সমিতি। আর ওই সমিতির নামে চলতি মাসের ১৯ ডিসেম্বর থেকে অটোরিকশাচালকদের কাছ থেকে আবারও চাঁদা আদায় শুরু করা হয়েছে।</p> <p>ভুক্তভোগী অটোরিকশাচালক সোলায়মান আলী আক্ষেপ করে বলেন, ‘ভেবেছিলাম ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পেলাম। কিন্তু হঠাৎ করে আবার এই চাঁদা আদায় শুরু হওয়ায় কষ্ট পেয়েছি। তাই প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছি। চাঁদা আদায় বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ আর আন্দোলন চালিয়ে যাব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মোটরসাইকেলে ফিরছিল তিন কিশোর, নিয়ন্ত্রণ হারিয়ে সবার মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734928103-054bdf5fdba805be1b2176f7aeca7147.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মোটরসাইকেলে ফিরছিল তিন কিশোর, নিয়ন্ত্রণ হারিয়ে সবার মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/23/1460416" target="_blank"> </a></div> </div> <p>আবুল কাশেমসহ একাধিক চালক অভিযোগ করে বলেন, ‘অভাবের সংসার আমাদের। তাই কোনো উপায়-অন্ত না দেখে পেটের দায়ে ভাড়া নিয়ে অটোরিকশা চালাই। কিন্তু রাস্তায় নামলেই প্রতিদিন ৪০ টাকা করে চাঁদা দিতে হয়। এটি আমাদের ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে।’ চাঁদাবাজদের নিকট থেকে মুক্তি চান বলে মন্তব্য করেন তারা।</p> <p>জানতে চাইলে শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘চাঁদা আদায়ের কোনো তথ্য জানা নেই। সুনির্দিষ্ট করে অভিযোগ পেলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্প : ব্রাহ্মণবাড়িয়া অংশের কাজে অগ্রগতি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734937091-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্প : ব্রাহ্মণবাড়িয়া অংশের কাজে অগ্রগতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/23/1460448" target="_blank"> </a></div> </div> <p>উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান বলেন, ‘পৌরসভা থেকে টার্মিনাল ইজারা দেওয়া হয়েছে। তবে কার্যাদেশ এখনো দেওয়া হয়নি। সেটি আসছে জানুয়ারি থেকে কার্যকর হবে। সেখানে প্রতি অটোরিকশার জন্য ১০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বাইরে আর কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। তাই আগামী দু-এক দিনের মধ্যে খোঁজখবর নিয়ে ওই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’</p>