<p>লক্ষ্মীপুরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে হাফসা আক্তার (৮) ও সোহাগ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত হাফসা হামছাদী গ্রামের হোসেন আহম্মেদের মেয়ে ও সোহাগ আঁধার মানিক গ্রামের মো. সুমনের ছেলে।</p> <p>আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামে হাফসা ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামে সোহাগ পানিতে ডুবে মারা যায়।</p> <p>জানা গেছে, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে পৃথক স্থানে শিশু সোহাগ ও হাফসার মৃত্যু হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেরপুরে চাঁদা আদায় বন্ধের দাবিতে অটোরিকশা চালকদের বিক্ষোভ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/23/1734947493-1c7e89c3694f352a9c98241cec343367.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেরপুরে চাঁদা আদায় বন্ধের দাবিতে অটোরিকশা চালকদের বিক্ষোভ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/23/1460493" target="_blank"> </a></div> </div> <p>সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর সালাম সৌরভ বলেন, ‘দুই শিশুকেই আমরা মৃত অবস্থায় পেয়েছি। পরিবারের সদস্যরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে।’ </p>