<p>মুঘল সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি তাজমহল নিয়ে নানা কিংবদন্তি রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি গল্প হলো, তাজমহলের মতো আর কোনো স্থাপনা তৈরি করতে না পারে, তাই শ্রমিকদের হাত বা আঙুল কেটে দিয়েছিলেন শাহজাহান। তবে এই দাবির পক্ষে কোনো ঐতিহাসিক প্রমাণ নেই।</p> <p>তাজমহল নির্মাণে ২০ হাজারের বেশি শ্রমিক ও কারিগর কাজ করেছিলেন। এটি নির্মাণে প্রায় ২২ বছর লেগেছিল। এর পরই লোকমুখে ছড়িয়ে পড়ে যে, সম্রাট শাহজাহান শ্রমিকদের হাত কেটে দিয়েছেন। এই গল্প এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে, তা বিভিন্ন সময় সংবাদমাধ্যম এবং গাইডদের বর্ণনায় স্থান পায়।</p> <p>তবে ভারতের রাঁচি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাপত্রে এটি ‘শহুরে কিংবদন্তি’ বা রূপকথা হিসেবে উল্লেখ করা হয়েছে। ঐতিহাসিকভাবে এমন কোনো ঘটনা ঘটেনি।</p> <p>কেন এই দাবিকে রূপকথা বলা হয়?</p> <p>এর কারণ প্রত্নতাত্ত্বিক প্রমাণের অভাব। <br /> তাজমহল নির্মাণের পর এত বড় আকারে শ্রমিকদের হাত কাটা হলে প্রত্নতাত্ত্বিকভাবে তার চিহ্ন পাওয়া যেত। কিন্তু এমন কোনো প্রমাণ নেই।</p> <p>ঐতিহাসিক নথিপত্রে উল্লেখ নেই—তাজমহল নির্মাণকালীন সময়ের কোনো বই, বিদেশি পর্যটকের ভ্রমণকাহিনি বা মুঘল সাম্রাজ্যের নথিতে এই দাবি সম্পর্কে কিছুই পাওয়া যায়নি।</p> <p>তাজমহলের কাছেই শ্রমিকদের জন্য একটি বিশাল বসতি তৈরি করেছিলেন শাহজাহান, যা এখন ‘তাজগঞ্জ’ নামে পরিচিত। শ্রমিকদের পরিবার আজও সেখানে বসবাস করছে। অর্থাৎ নির্মাণকারী শ্রমিকদের সুবিধা দেওয়ার ইতিহাস পাওয়া যাচ্ছ, তাদের ওপর এত বড় অন্যায়ের কোনো ইতিহাস দলিলপত্র বা অন্য কোনো নিদর্শনে নেই।</p> <p>ইতিহাস ঘেঁটে আরও জানা যায়। তাজমহল নির্মান পরপরই শ্রমিকরা দিল্লিতে শাহজাহানাবাদ নির্মাণে কাজ করেন। হাত কেটে দেওয়া হলে এমন দক্ষ শ্রমিক পাওয়া অসম্ভব হতো।</p> <p>কিংবদন্তির সূত্র কী?</p> <p>তাজমহল নির্মাণে জড়িত শ্রমিকদের সঙ্গে শাহজাহান একটি চুক্তি করেছিলেন। এর আওতায় তাঁরা অন্য কারও জন্য এমন ধরনের স্থাপনা নির্মাণ করতে পারতেন না। এ কারণেই লোকমুখে ‘হাত কেটে ফেলা’ গল্পটি ছড়িয়ে পড়ে।</p> <p>ইতিহাসবিদ ইরফান হাবিব ও লেখক মনিমুগ্ধ শর্মা এই দাবিকে পুরোপুরি রূপকথা বলে অভিহিত করেছেন। তাঁদের মতে, এটি ষাটের দশকে জনপ্রিয় হয় এবং স্থানীয় গাইডদের বিবরণে স্থান পায়।</p> <p>তাজমহল শুধু একটি স্থাপত্য নয়, এটি মুঘল সাম্রাজ্যের শৈল্পিক কীর্তি। শ্রমিকদের হাত কাটার গল্প একটি ভিত্তিহীন কিংবদন্তি। বাস্তবে সম্রাট শাহজাহান শ্রমিকদের জন্য সুবিধা প্রদান করেছিলেন এবং তাঁদের দক্ষতাকে কাজে লাগিয়ে একের পর এক অনন্য স্থাপনা নির্মাণ করেছিলেন। তাই এই ধরনের গল্পকে রূপকথা হিসেবেই গ্রহণ করা উচিত।</p> <p>সূত্র: দ্য গার্ডিয়ার</p>