<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্যান্সারের নতুন ভ্যাকসিন আবিষ্কার করেছেন রাশিয়ার গবেষকরা। জানা গেছে, নতুন বছরেই ভ্যাকসিনটি রোগীদের ওপর প্রয়োগ শুরু করবে দেশটি। গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গ জানান, আগামী বছরই হার্টসেন অনকোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ও ব্লোখিন ক্যান্সার সেন্টারে ভ্যাকসিনটি প্রয়োগ করা শুরু হবে। তবে প্রথম দিকে এটি বেশ সীমিত পরিসরে রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কারের কথা আগেই জানিয়েছিল রাশিয়া। সে ক্ষেত্রে বহুল আকাঙ্ক্ষিত ভ্যাকসিনটি বেশ কয়েকটি গবেষণাকেন্দ্রের যৌথ সহযোগিতায় উন্নত করা হচ্ছে। দেশটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, ২০২৫ সালেই এটি রোগীদের ব্যবহারের জন্য প্রয়োগ করা সম্ভব হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গিন্টসবার্গ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে, এই ভ্যাকসিন টিউমারের বিকাশ এবং সম্ভাব্য মেটাস্টেসগুলোকে দমন করে রাখে, ছড়িয়ে পড়তে দেয় না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তবে রাশিয়ার উদ্ভাবিত এই ভ্যাকসিন কোন ক্যান্সারের চিকিৎসা করবে এবং কতটা কার্যকর, এমনকি ভ্যাকসিনটিকে কী বলা হবে তা স্পষ্ট নয়। অন্য দেশগুলোও বর্তমানে ক্যান্সারের ভ্যাকসিন তৈরিতে কাজ করছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন ভ্যাকসিনটির কার্যকারিতা প্রমাণে কয়েক ধাপে কাজ করছে রাশিয়া। ২০২২ সালের মধ্যবর্তী সময়ে গবেষকরা অনেক কভিড ভ্যাকসিনের অন্তর্নিহিত এমআরএনএ প্রযুক্তির দুর্দান্ত সাফল্য দেখতে পেয়ে নিজেরাও ক্যান্সারের ক্ষেত্রে সেটি প্রয়োগে অগ্রসর হন। সূত্র : গালফ নিউজ</span></span></span></span></span></p>