<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন নাগরিককে ১৫ বছর কারাদণ্ড দিয়েছেন রাশিয়ার একটি আদালত। গতকাল মঙ্গলবার রুশ বার্তা সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, মস্কো সিটি কোর্টে সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম জিন স্পেক্টর। তাঁকে ১৫ বছর কারাভোগ করতে হবে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। রিয়া নভোস্তি আরো জানায়, মামলার বিচারকাজ পরিচালিত হয়েছে বদ্ধ আদালতে। তবে গোপনীয় এই মামলার রায় ঘোষণা করা হয়েছে উন্মুক্ত আদালতে। স্পেক্টরের জন্ম ১৯৭২ সালে, লেনিনগ্রাদে। তাঁর রুশ নাম ইয়েভগেনি মিরোনোভিচ। মার্কিন নাগরিকত্ব নেওয়া স্পেক্টর সেন্ট পিটার্সবার্গ শহরে বাস করেন। তিনি বিবাহিত এবং সন্তানের বাবা। এর আগে ২০২০ সালে এই মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>