<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্বরে আক্রান্ত হওয়ার পর স্থানীয় সময় গত সোমবার তাঁকে ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক বছর ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছেন ৭৮ বছর বয়সী এই রাজনীতিক। বিল ক্লিনটনের ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল ইউরেনা জানিয়েছেন, জ্বর হওয়ার পর পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য প্রেসিডেন্ট ক্লিনটনকে সোমবার ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। এর আগে ২০২১ সালে রক্তে সংক্রমণের কারণে ক্লিনটনকে পাঁচ রাত হাসপাতালে কাটাতে হয়েছিল। ২০০৪ সালে তাঁর হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। ছয় বছর পর তাঁর হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী প্রধান নালিতে (করোনারি আর্টারি) স্টেন্ট বসানো হয়। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>