<p style="text-align:justify">জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে বিসিএস (প্রশাসন) ক্যাডারের অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মকর্তাদের যৌথ প্রতিবাদ সভা চলছে। রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আজ (বুধবার) বেলা ১১টার দিকে এই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ্।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় চালক নিহত ও হেলপার আহত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735110315-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় চালক নিহত ও হেলপার আহত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/25/1461162" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সম্প্রতি উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন সংস্কার কমিশন। এর প্রতিবাদ জানাতে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা) যৌথভাবে এই সভার আয়োজন করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যৌন হয়রানির অভিযোগে কেড়ে নেওয়া হলো পরিচালকের পুরস্কার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735110115-6341c2c9dda746ddfe96b1003f51a6c5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যৌন হয়রানির অভিযোগে কেড়ে নেওয়া হলো পরিচালকের পুরস্কার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/25/1461161" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবের বক্তব্যের মধ্যে দিয়ে এ প্রতিবাদ সভা শুরু হয়। সভার প্রথম বক্তা হিসেবে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, 'উপসচিব পদে এই ৫০ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কিনা এটাও আমাদের দেখতে হবে।'</p> <p style="text-align:justify">সভায় আরো উপস্থিত আছেন, বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এ বি এম আব্দুস সাত্তার ও বাসা মহাসচিব মাহবুবুর রহমান। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘুমের ওষুধ খাইয়ে ৭ নাবিককে কুপিয়ে হত্যা করে ইরফান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735108957-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘুমের ওষুধ খাইয়ে ৭ নাবিককে কুপিয়ে হত্যা করে ইরফান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/25/1461155" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সম্মানিত আলোচক হিসেবে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী, বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রমুখ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দুর্নীতির অভিযোগ অস্বীকার করে যা বললেন জয়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735108128-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দুর্নীতির অভিযোগ অস্বীকার করে যা বললেন জয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/25/1461153" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন বলে সাংবাদিকদের জানান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ এবং অন্য সব ক্যাডারের ২৫ শতাংশ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়।</p>