<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে বিদেশ যেতে দেওয়া হয়নি। গতকাল সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী ও সন্তান ছিলেন।  তিনি পিলখানায় সংঘটিত তৎকালীন বিডিআর বিদ্রোহের পর বিশেষায়িত এই বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র জানায়, এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৬টা ২৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ৫টা ৩০ মিনিটে ইমিগ্রেশন পুলিশের একটি গোয়েন্দা সংস্থার কাছে ক্লিয়ারেন্স চাইতে গেলে দেওয়া হয়নি। তাঁকে আটকে দেওয়া হয়। পরে তিনি বাসায় ফিরে যান। তবে তাঁর স্ত্রী ও সন্তান কানাডার উদ্দেশে রওনা হয়েছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্রের দাবি, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, এতে তাঁর সাক্ষ্য দেওয়ার বিষয় রয়েছে। এ কারণে তাঁকে এই মুহূর্তে বিদেশে যেতে না দিতে বলা হয়। তাদের কথা অনুযায়ী মইনুল ইসলামকে ফিরিয়ে দেওয়া হয়।</span></span></span></span></p>