<p style="text-align:justify">ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বড়দিন উপলক্ষে আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এসময় 'সকল ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ' বলে মন্তব্য করেন তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="বিয়ামে চলছে প্রশাসন ক্যাডারদের প্রতিবাদ সভা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735110595-1d93d4a19d9dbb1e310bdc9d1a64fb4f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">বিয়ামে চলছে প্রশাসন ক্যাডারদের প্রতিবাদ সভা</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/25/1461164" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরো মজবুত করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে আবহমানকাল থেকেই পালন করে আসছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="চাইলে ডাক্তাররা একটা মানবিক দেশ গড়তে পারেন : জামায়াতের আমির" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735109682-555626a1ed955e173092d47ff8ed3feb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">চাইলে ডাক্তাররা একটা মানবিক দেশ গড়তে পারেন : জামায়াতের আমির</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/25/1461158" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রচেষ্টায় একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে ওঠুক। বিশ্ব এগিয়ে যাক শান্তি, কল্যাণ আর আলোর পথে।’<br />  <br /> এর আগে, গতকল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="ওরা এখন বাইসাইকেলে যাবে স্কুলে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735110104-1acf4290eec622f9a45985428b447385.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">ওরা এখন বাইসাইকেলে যাবে স্কুলে</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/25/1461160" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify"><br />  <br /> এ সময় তিনি বলেন, ‘আজকের দিনে আপনাদের সঙ্গে দেখা হলো এতে আমি খুব খুশি হয়েছি। আমরা ধর্মীয় সংহতি চাই। সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ এই শব্দগুলো আমরা চাই না। এদেশে আমরা সবাই এক পরিবার, সবাই মিলে একত্রে থাকব, এটাই আমাদের স্বপ্ন। এ স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার এগিয়ে আসতে হবে।’<br />  <br /> ড. ইউনূস আরো বলেন, ‘আমরা মানুষ একই। আমাদের মানুষ পরিচয় আগে, তারপর ধর্ম। প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে। সেই শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে। তাহলেই বিভেদ দূর হবে। আমাদের ছেলেমেয়েরা সুন্দর শৈশব পাবে।’</p>