<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুলনায় তামিম জোয়ার্দ্দার (১৮) নামের রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে মহেশ্বরপাশা ঘোষপাড়া এলাকার একটি কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তামিম দৌলতপুর থানার শিকারীর মোড় এলাকার মিজান জমাদ্দারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তামিম প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। গতকাল সকাল পৌনে ১০টার দিকে স্থানীয় লোকজন মহেশ্বরপাশা ঘোষপাড়া কবরস্থানের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।</span></span></span></span></p>